Nitish Kumar: "লোকসভা ভোটের থেকে কংগ্রেসের কাছে বেশি গুরুত্বপূর্ণ..", বিস্ফোরক মন্তব্য নীতিশ কুমারের

People's Reporter: নীতিশের বক্তব্য, “কংগ্রেস লোকসভা ভোটের থেকে চলতি নভেম্বরে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে বেশি ব্যস্ত।”
নীতিশ কুমার
নীতিশ কুমারছবি সংগৃহীত

বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ শিবিরে কংগ্রেসের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমার। বৃহস্পতিবার তিনি সাফ জানালেন, ইন্ডিয়া জোট এখনও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য তৈরি নয়।কংগ্রেসের লোকসভা নির্বাচন নিয়ে উদাসীনতার জন্যই ২০২৪-এর প্রস্তুতি শুরু হচ্ছে না ইন্ডিয়া শিবিরে। নীতিশের বক্তব্য, “কংগ্রেস লোকসভা ভোটের থেকে চলতি নভেম্বরে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে বেশি ব্যস্ত।”

চলতি নভেম্বরে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরামে বিধানসভা ভোট। আর আগামী বছরের লোকসভা নির্বাচনের চেয়ে সেই বিধানসভা নির্বাচন নিয়েই কংগ্রেস বেশি ব্যতিব্যস্ত বলে দাবি ইন্ডিয়া শিবিরের অন্যতম আহ্বায়ক নীতিশ কুমারের। এর মধ্যে আবার রাজস্থান ও ছত্তিশগড়ে কংগ্রেস সরকারের জন্য বিজেপিকে পরাস্ত করে পুনরায় সরকারের গঠনের তাগিদ রয়েছে।

বৃহস্পতিবার পাটনায় সিপিআইএর 'বিজেপি হাটাও, দেশ বাঁচাও' অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় নীতিশ জানান, “আমরা সকলে মিলে সহমত হয়েই কংগ্রেসকে ইন্ডিয়া জোটের গাড়িতে চালকের আসনে বসিয়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে তারা পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের শেষেই ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠক আয়োজন করবে।” প্রসঙ্গত, গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর মুম্বইয়ে শেষবার বৈঠকে বসেছিল ইন্ডিয়া শিবির। তারপর দেশের প্রধান বিরোধী দল হিসেবে ইন্ডিয়া’র প্রধান কংগ্রেসেরই পরবর্তী বৈঠকের দিনক্ষণ ঘোষণা করার কথা থাকলেও কংগ্রেস তা করেনি। এমনকি শেষ দু’মাসে মহাজোটের গঠন নিয়ে মুখই খোলেননি রাহুল গান্ধীরা।

এদিন নীতিশ জানিয়েছেন, “আমরা ক্রমাগত কংগ্রেসের সঙ্গে কথা বলে আমাদের আসল লক্ষ্য জোটের গঠন সম্পর্কে জিজ্ঞেস করেছি। কিন্তু তারা বারবারই ওই বিষয় এড়িয়ে গিয়েছেন। তাই তাঁদের দিক থেকে জোট এখনও সেভাবে তৈরি নয়। আমার মতে, তারা পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে বেশি চিন্তিত।”

প্রসঙ্গত, মাঝে একবার মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন শুরুর আগেই সেখানে ইন্ডিয়া শিবিরের বৈঠক সেরে ফেলার গুঞ্জন উঠেছিল। কিন্তু পরে সেই গুঞ্জনও চাপা পড়ে যায়।

নীতিশ কুমার
Rajasthan: ১৫ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়লেন দুই ইডি আধিকারিক

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in