Assembly Polls 2023: সাম্প্রদায়িক হিংসায় উস্কানি! কমিশনের কাছে শাহ ও বিশ্ব শর্মার বিরুদ্ধে অভিযোগ

People's Reporter: ছত্তিশগড়ে প্রচারে গিয়ে শাহ এবং বিশ্ব শর্মা সাম্প্রদায়িক সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ তুলেছে হাত শিবির।
অমিত শাহ ও হেমন্ত বিশ্ব শর্মা
অমিত শাহ ও হেমন্ত বিশ্ব শর্মাছবি সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাল কংগ্রেস। নির্বাচনী প্রচারে গিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করা নিয়ে দুই বিজেপি হেভিওয়েট নেতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি করল কংগ্রেস। আগামী নভেম্বরে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন, তার আগে ছত্তিশগড়ে প্রচারে গিয়ে শাহ এবং বিশ্ব শর্মা সাম্প্রদায়িক সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ তুলেছে হাত শিবির।

বুধবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গে দেখা করে তাঁর কাছে মোট ৮টি অভিযোগ দায়ের করেছে কংগ্রেসের একটি প্রতিনিধি দল। সেই আটটি অভিযোগের মধ্যে নির্দিষ্ট ২টি অভিযোগ জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে। মডেল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করার অভিযোগ উঠেছে শাহ ও শর্মার বিরুদ্ধে।

গত ১৬ অক্টোবর ছত্তিশগড়ে নির্বাচনী প্রচারে গিয়ে সাম্প্রদায়িক দাঙ্গায় ভুনেশ্বর সাহু নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় রাজ্যের কংগ্রেস সরকারকে দায়ী করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “নিজেদের ভোট-ব্যাঙ্ককে খুশি করে তাঁদের রক্ষা করার জন্য ছত্তিশগড়ের সন্তান ভুনেশ্বর সাহুকে খুন করেছে ভুপেশ বাঘেল সরকার।” প্রসঙ্গত, ভুনেশ্বর সাহুর বাবা ঈশ্বর সাহুকে ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছে বিজেপি।

তবে ওইদিনই স্বরাষ্ট্রমন্ত্রীর ওই অভিযোগ অস্বীকার করে পাল্টা তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ করেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। তিনি বলেন, ভুনেশ্বর সাহুর মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই কঠিন পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে রাজ্য সরকার।

অন্যদিকে, আসামের মুখ্যমন্ত্রী শর্মার নামেও গত ১৮ অক্টোবর ছত্তিশগড়ের কাওয়ারধা জেলার নির্বাচনী মিছিল থেকে ‘সমাজের বিভিন্ন অংশের মধ্যে সন্ত্রাস ছড়ানোর’ স্পষ্ট উদ্দেশ্য ছিল বলে অভিযোগ তুলেছে কংগ্রেস।

অমিত শাহ ও হেমন্ত বিশ্ব শর্মা
সাম্প্রদায়িক হিংসায় মৃতের পরিবারের পাশে কংগ্রেস সরকার, ১০ লক্ষ টাকা ও সরকারি চাকরির ঘোষণা
অমিত শাহ ও হেমন্ত বিশ্ব শর্মা
পাঁচ রাজ্যে ভোটের আগে সামনে এলো বেকারত্বের রিপোর্ট! কেসিআরের তেলেঙ্গানায় আকাশছোঁয়া বেকারত্ব

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in