দরিদ্র পরিবারকে প্রতি বছর ১ লক্ষ টাকা, ‘আদিবাসী সঙ্কল্প’ - একাধিক প্রতিশ্রুতি ঘোষণা কংগ্রেসের

People's Reporter: জয়রাম রমেশ লেখেন, “দরিদ্র পরিবার পিছু একজন মহিলাকে প্রতি বছর ১ লক্ষ সরাসরি টাকা দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের পদগুলিতে সমস্ত নতুন নিয়োগের অর্ধেক মহিলাদের জন্য সংরক্ষিত হবে।"
রাহুল গান্ধী
রাহুল গান্ধীফাইল চিত্র - সংগৃহীত

লোকসভা ভোটের আগে আদিবাসীদের জন্য ছয় দফা প্রতিশ্রুতি দিয়ে ‘আদিবাসী সঙ্কল্প’ ঘোষণা করেছে কংগ্রেস। ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ কর্মসূচী চলাকালীন মহারাষ্ট্রের নন্দুরবাতে রাহুল গান্ধী এবং দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এই সঙ্কল্প ঘোষণা করেছেন।

মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থানে বিধানসভা ভোটে কংগ্রেসের হারের পিছনে মূল কারণ আদিবাসী ভোটব্যাঙ্কে ধস বলে মনে করা হচ্ছে। ভোটের ফল ঘোষণার পরেই সেটা টের পেয়েছিল কংগ্রেস। তাই এবার লোকসভা ভোটের আগেই আদিবাসীদের মন জয় করতে কংগ্রেসের নয়া প্রতিশ্রুতি 'আদিবাসী সঙ্কল্প'। মহারাষ্ট্রের নন্দুরবার থেকে ঘোষণার পরেই দিল্লিতে সাংবাদিক বৈঠক করে বিস্তারিত ভাবে এই বিষয়ে জানান মল্লিকার্জুন খাড়্গে। খাড়্গে বলেন, ‘‘আদিবাসীদের জল-জঙ্গল-জমি রক্ষায় বদ্ধপরিকর আমরা।’’

‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় মহারাষ্ট্র থেকে রাহুল জানান, কংগ্রেস সরকার ক্ষমতায় এলে, আদিবাসীদের জন্য সুশাসন, সংশোধন, সুরক্ষা, স্বশাসন ও সাব-প্ল্যান বা উপ-যোজনার প্রতিশ্রুতি দিচ্ছে। এছাড়াও অরণ্যের অধিকার আইনের রূপায়ণের জন্য জাতীয় মিশন তৈরি করার কথাও জানান রাহুল।

কংগ্রেস নেতার প্রতিশ্রুতি, অরণ্য সংক্রান্ত সমস্ত আইন যা মোদী সরকার সংশোধন করেছে, তা কংগ্রেস ক্ষমতায় এলে তুলে নেওয়া হবে। আদিবাসী এলাকাকে চিহ্নিত করে তফসিলি ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হবে। পঞ্চায়েত ও তফসিলি এলাকা আইনের মতো রাজ্যস্তরেও আইন তৈরি করা হবে। পাশাপাশি, বনজাত পণ্যের জন্য দামের আইনি নিশ্চয়তা দেওয়া হবে। আদিবাসীদের জন্য বাজেটে থাকবে নির্দিষ্ট অর্থ বরাদ্দ।

অন্যদিকে, কংগ্রেসের আদিবাসী সঙ্কল্প নিয়ে জয়রাম রমেশ নিজের এক্স হ্যান্ডেলে জানান, “আজ কংগ্রেস সভাপতি নারী ন্যায়ের জন্য পাঁচটি গ্যারান্টি কথা ঘোষণা করেছেন। এর আগে, আমরা কিষাণ ন্যায় গ্যারান্টি, হিস্সেদারি ন্যায় এবং যুব ন্যায়ের ঘোষণা করেছি।“

এরপরেই নারী ন্যায়ের গ্যারান্টিগুলির ব্যাখ্যা দেন জয়রাম রমেশ। তিনি লেখেন, “ভারতের দরিদ্র পরিবারগুলির প্রতিটি থেকে একজন মহিলাকে প্রতি বছর ১ লক্ষ সরাসরি টাকা দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের পদগুলিতে সমস্ত নতুন নিয়োগের অর্ধেক মহিলাদের জন্য সংরক্ষিত হবে। আশা, অঙ্গনওয়াড়ি এবং মিড-ডে মিল কর্মীদের মাসিক বেতনে কেন্দ্রীয় সরকারের অবদান দ্বিগুণ করা হবে। মহিলাদের শিক্ষিত করার জন্য এবং তাদের আইনি অধিকার প্রয়োগে সহায়তা করার জন্য প্যারালিগাল হিসাবে কাজ করার জন্য আমরা প্রতিটি পঞ্চায়েতে একজন অধিকার মৈত্রী নিয়োগ করব। এবং কেন্দ্রীয় সরকার দেশে কর্মজীবী মহিলা হোস্টেলের সংখ্যা দ্বিগুণ করবে, প্রতিটি জেলায় কমপক্ষে একটি হোস্টেল থাকবে।"

রাহুল গান্ধী
CAA: সিএএ 'ধর্মনিরপেক্ষতার' পরিপন্থী - কেন্দ্রের বিজ্ঞপ্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে DYFI!
রাহুল গান্ধী
Kerala: প্রতিশ্রুতি দিয়েও কাজ হয়নি, ক্ষোভ উগরে গেরুয়া শিবির ছেড়ে CPIM-এ যোগ বিজেপি নেতার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in