
৬ রাজ্যের ৭ আসনের উপনির্বাচনে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ বাদে আর কোনও রাজ্যেই অবস্থার কিছু পরিবর্তন হল না। ব্যতিক্রম অবশ্যই পশ্চিমবঙ্গ। যেখানে ধুপগুড়ি আসন বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। অন্যদিকে ত্রিপুরায় দুই আসনেই জয়ী হয়েছে বিজেপি। যদিও এই দুই আসনের ভোটে চরম দুর্নীতির অভিযোগ তুলে গণনা বয়কট করেছিল সিপিআইএম।
গত ৫ সেপ্টেম্বর যে ৭ আসনে উপনির্বাচন হয়েছিল তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ফলাফল অবশ্যই উত্তরপ্রদেশের ঘোসি আসনের। এই লেখা পর্যন্ত যে আসনের ফলাফল ঘোষিত না হলেও এই কেন্দ্রে বিজেপি প্রার্থী এখনও পিছিয়ে আছেন ৪১,৮১০ ভোটে।
সমাজবাদী পার্টির মনোনয়নে জয়ী হওয়া দারা সিং চৌহানের দলবদলে এই কেন্দ্র খালি হয়েছিল। গতবারের সমাজবাদী বিধায়ক দারা সিং এবার বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি সমাজবাদী পার্টির প্রার্থী সুধাকর সিং-এর কাছে পরাজয়ের মুখে।
নির্বাচন কমিশনের তথ্য অনুসারে ৩২ রাউন্ড গণনার শেষে এই কেন্দ্রে সমাজবাদী পার্টির প্রার্থী পেয়েছেন ১,২২,৭৯৮ ভোট এবং বিজেপি প্রার্থী দারা সিং চৌহান পেয়েছেন ৮০,৯৮৮ ভোট।
কেরালার পুথুপল্লী কেন্দ্রে জয়ী হয়েছেন কংগ্রেসের চান্ডি ওমেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের জ্যাক সি টমাসকে এই কেন্দ্রে ৩৭,৭১৯ ভোটে পরাজিত করেছেন। কংগ্রেস নেতা ওমান চন্ডীর মৃত্যুতে এই আসন শূন্য হয়েছিল। ১৯৭০ সাল থেকে একটানা তিনি এই কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছেন। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী লিগিন লাল পেয়েছেন ৬,৫৫৮ ভোট।
তাৎপর্যপূর্ণভাবে এই কেন্দ্র ২০২১ বিধানসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ৪৮.০৮ শতাংশ ভোট এবং সিপিআইএম পেয়েছিল ৪১.২২ শতাংশ ভোট। বিজেপি সেবার পায় ৮.৮৭ শতাংশ ভোট। এবারের উপনির্বাচনে এবার কংগ্রেস পেয়েছে ৬১.৩৮ শতাংশ ভোট এবং সিপিআইএম পেয়েছে ৩২.৪৯ শতাংশ ভোট। পাশাপাশি বিজেপি পেয়েছে ৫.০২ শতাংশ ভোট।
ঝাড়খন্ডের ডুমরি কেন্দ্রে জয়লাভ করেছেন ঝাড়খন্ড মুক্তি মোর্চার বেবি দেবী। তিনি এনডিএ প্রার্থী আজসু-র যশোদা দেবীকে ১৭,১৫৩ ভোটে পরাজিত করেছেন। বিগত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন বেবি দেবীর স্বামী জগন্নাথ মাহাতো। সেবার তিনি ভোট পেয়েছিলেন ৩৭.৮০ শতাংশ। যা এবার বেড়ে হয়েছে ৫১.৭৬ শতাংশ।
উত্তরাখন্ডের বাগেশ্বর কেন্দ্রে জয়লাভ করেছেন বিজেপির পার্বতী দাস। তিনি কংগ্রেস প্রার্থী বসন্ত কুমারকে ২,৪০৫ ভোটে পরাজিত করেছেন। এই কেন্দ্রে গত নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপির চন্দন রাম দাস। তিনি পেয়েছিলেন ৪৩.১৪ শতাংশ ভোট। যা এবার বেড়ে হয়েছে ৪৯.৫৪ শতাংশ। অন্যদিকে গতবার কংগ্রেস ২৬.৮৮ শতাংশ এবং আপ ২১.৫৭ ভোট পেলেও এবার ইন্ডিয়া মঞ্চের কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৪৫.৯৬ শতাংশ ভোট।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন