Lok Sabha Polls 24: বাঁকুড়ার ৫ বুথের EVM-এ বিজেপির ট্যাগ! কী জবাব দিল নির্বাচন কমিশন?

Peoples Reporter: বাঁকুড়ার ৫৬, ৫৮, ৬০, ৬১ এবং ৬২ নম্বর বুথে দেখা যায় ইভিএম-এ বিজেপির ট্যাগ রয়েছে। যা নিয়ে সরব হয় তৃণমূল কংগ্রেস।
বিতর্কিত ইভিএম
বিতর্কিত ইভিএমছবি - তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেল

ষষ্ঠ দফা নির্বাচনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক অভিযোগ সামনে আসছে। এমনকি বিজেপির ট্যাগ লাগানো ইভিএম দিয়ে ভোট করানোর অভিযোগ উঠেছে বাঁকুড়াতে। তৃণমূলের অভিযোগের পরই তৎপর হয় কমিশন।

বাঁকুড়ার ৫৬, ৫৮, ৬০, ৬১ এবং ৬২ নম্বর বুথে দেখা যায় ইভিএম-এ বিজেপির ট্যাগ রয়েছে। যা নিয়ে সরব হয় তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নির্বাচন কমিশনের কাছে পুরো বিষয়টা জানায় তারা।

তৃণমূলের তরফ থেকে লেখা হয়, 'মমতা ব্যানার্জি বার বার বলেছেন যে কীভাবে বিজেপি ইভিএম কারচুপি করে ভোট লুঠ করবে। আর আজ বাঁকুড়ার রঘুনাথপুরে ৫টি ইভিএম বিজেপির ট্যাগ লাগানো অবস্থায় দেখা যায়। নির্বাচন কমিশনের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া'।

তৃণমূলের অভিযোগ পাওয়া মাত্রই পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এক্স হ্যান্ডেলে কমিশন জানায়, "কমিশনিং-র সময় সকল প্রার্থীর এজেন্টদের সই নেওয়া হয়। কিন্তু কমিশনিং-র দিন শুধুমাত্র বিজেপি প্রার্থীর এজেন্ট উপস্থিত ছিলেন। ইভিএম এবং ভিভিপ্যাট চালু করার সময় তাঁর সই নিয়ে প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই কারণেই বিজেপির ট্যাগ রয়েছে। কমিশনিংয়ের সময় সমস্ত নিয়মগুলি যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল সম্পূর্ণরূপে সিসিটিভি কভারেজের অধীনে এবং যথাযথভাবে ভিডিওগ্রাফ করা হয়েছিল। তবে নির্বাচন চলাকালীন ৫৬, ৫৮, ৬০, ৬১ এবং ৬২ নম্বর বুথে উপস্থিত সমস্ত এজেন্টদের সই নেওয়া হয়েছে। নির্বাচনের সমস্ত নিয়ম মেনেই কাজ করা হয়েছে।"

বিতর্কিত ইভিএম
Lok Sabha Poll: অভিজিৎকে দেখে ‘চোর-চোর’ স্লোগান! 'হাড়গোড় ভাঙার' হুঁশিয়ারি তমলুকের BJP প্রার্থীর
বিতর্কিত ইভিএম
Lok Sabha Polls 24: ভোটের দিন দলীয় কর্মীদের গ্রেফতার! প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ মেহবুবা মুফতির

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in