Rajasthan Polls: ‘ষড়যন্ত্র করে নির্বাচন জিততে চায় বিজেপি’, কেন্দ্রকে আক্রমণ গেহলটের

People's Reporter: বিজেপির বিরুদ্ধে রাজ্যের ‘গুর্জর’ সম্প্রদায়কে ‘উস্কানি’ দেওয়ারও অভিযোগ তুলেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।
অশোক গেহলট
অশোক গেহলটফাইল ছবি

রাজস্থান, ছত্তিশগড়ে নির্বাচন জেতার জন্য রাজনৈতিক ‘ষড়যন্ত্র’ করেছে বিজেপি, বৃহস্পতিবার জয়পুরে কংগ্রেসের রাজ্য সদর দফতরে করা সাংবাদিক সম্মেলন থেকে এভাবেই কেন্দ্রকে বিঁধলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। বিজেপির তরফে যে ‘লাল ডায়েরি’ ও মহাদেব বেটিং অ্যাপ দুর্নীতির সঙ্গে কংগ্রেস শাসিত রাজ্যের নেতা-মন্ত্রীদের নাম জুড়ে দেওয়া হচ্ছে, তা পুরোপুরি নির্বাচনে জেতার ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন গেহলট। পাশাপাশি, সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে এই ঘটনাগুলির তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি।

এদিন সাংবাদিক সম্মেলনে প্রয়াত কংগ্রেস নেতা রাজেশ পাইলট, যিনি গেহলটের মন্ত্রিসভায় প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলটের বাবা, তাঁকে নিয়ে প্রধানমন্ত্রীর করা মন্তব্যের তীব্র নিন্দা করেছেন তিনি। একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে রাজ্যের ‘গুর্জর’ সম্প্রদায়কে ‘উস্কানি’ দেওয়ারও অভিযোগ তুলেছেন তিনি।

গেহলট জানিয়েছেন, রাজ্যে বিজেপির শাসন আমলে সংরক্ষণ চেয়ে আন্দোলন করায় পুলিশের গুলিতে ৭২ জন গুর্জর মারা গিয়েছিল। কিন্তু তাঁর শাসনকালে ওই সম্প্রদায় সংরক্ষণ নিয়ে আন্দোলন করলেও লাঠিচার্জ পর্যন্ত করেনি পুলিশ। উল্টে ৫ শতাংশ সংরক্ষণ দেওয়া হয়েছে গুর্জরদের।

রাজস্থানের ‘অপরাধমূলক’ ঘটনা নিয়ে সংবাদপত্রে পাতা জুড়ে ‘অতিরঞ্জিত’ বিজ্ঞাপন দেওয়া নিয়েও এদিন বিজেপিকে আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গেহলটের সাফ দাবি, “মানুষকে বিভ্রান্ত করে এবং ষড়যন্ত্র করেই নির্বাচনে জিততে চায় বিজেপি।” ভাজপাকে আক্রমণের মধ্যে ‘লাল ডায়েরি’কেও টেনে এনেছেন গেহলট। প্রসঙ্গত, এই ‘লাল ডায়েরি’ নিয়ে বিজেপি দীর্ঘদিন ধরেই গেহলট সরকারকে কোণঠাসা করেছে। রাজ্যের এক বহিষ্কৃত বিজেপি নেতা সর্বপ্রথম দাবি করেছিলেন, গেহলট সরকারের সমস্ত আর্থিক দুর্নীতির বিবরণ রয়েছে ওই ‘লাল ডায়েরি’তে।

উল্লেখ্য, বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানে ভোটের প্রচারে গিয়ে বলেন, “রাজেশ পাইলটের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, এখন তাঁর ছেলে সচিন পাইলটের সঙ্গেও কংগ্রেস একই আচরণ করছে। এই দলে যে সত্যি কথা বলবে, তাঁকেই রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া হয়।” তবে নমোর এই বক্তব্য নিয়ে সচিন পাইলট সাফ জানিয়েছেন, দল এবং দলের মানুষ ছাড়া তাঁকে নিয়ে আর কারও চিন্তা করার কোনও প্রয়োজন নেই।

অশোক গেহলট
Rajasthan Polls 23: প্রচারের শেষ লগ্নে তৎপর সব রাজনৈতিক দল, রাজস্থানে ভোটগ্রহণ শনিবার
অশোক গেহলট
Assembly Polls 23: ৫ রাজ্যে ভোটের আগে বাজেয়াপ্ত ১৭৬০ কোটি টাকার সম্পদ, ২০১৮-র তুলনায় ৭ গুণ বেশি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in