Arjun Singh: ‘পার্থ ভৌমিকের সিন্ডিকেট থেকে ব্যারাকপুরকে বাঁচাতেই হবে’, দাবি বিক্ষুব্ধ অর্জুনের

People's Reporter: অর্জুন স্পষ্টভাবেই জানিয়ে দেন, ‘‘বিনা টিকিটে ছোটবেলা থেকে ট্রেনে উঠিনি কোনও দিন। ভোটে কেন কোনও দলের টিকিট না নিয়ে লড়ব? দলের হয়েই লড়ব।’’
অর্জুন সিং
অর্জুন সিং ছবি, সংগৃহীত

‘‘পার্থ ভৌমিকের সিন্ডিকেট থেকে ব্যারাকপুরকে আমাকে বাঁচাতেই হবে”, দাবি তৃণমূলের বিদ্রোহী অর্জুন সিংয়ের। পাশাপাশি, বুধবার অর্জুন সিং দাবি করেন, তিনি এবারেও ব্যারাকপুর থেকে লড়বেন এবং গতবারের থেকে বেশি ভোটে জিতবেন।

আসন্ন লোকসভায় তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী না হতে পেরে ব্যারাকপুরের বিদায়ী সাংসদ প্রতিদিনই নিজের ক্ষোভ প্রকাশ করছেন। মঙ্গলবারই নিজের অফিস থেকে সরিয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। সেই জায়গায় রাখা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি।

এরপরেই বুধবার অর্জুন স্পষ্টভাবেই জানিয়ে দেন, ‘‘বিনা টিকিটে ছোটবেলা থেকে ট্রেনে উঠিনি কোনও দিন। ভোটে কেন কোনও দলের টিকিট না নিয়ে লড়ব? দলের হয়েই লড়ব। কোন দল তা আপনারা কিছু দিনের মধ্যেই জানতে পারবেন।’’ যদিও এদিনও বিজেপিতে যাচ্ছেন কিনা, তা তিনি স্পষ্ট করেননি।

পাশাপাশি, অর্জুন যে ব্যারাকপুর ছেড়ে কোথাও যাবেন না, তা স্পষ্ট করে এদিন বলেন, ‘‘ব্যারাকপুর আমার জায়গা। আমি ব্যারাকপুরের লোকের জন্য ৩৬৫ দিন দিনরাত রাজনীতি করি। ব্যারাকপুরের লোকের জন্য সব সময় আছি। ব্যারাকপুরবাসীর জন্যেই চিরকাল থাকব।’’

যদিও জানা গেছে, তৃণমূলের পক্ষ থেকে অর্জুনকে মন্ত্রিসভায় জায়গা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তাঁকে বরাহনহর বিধানসভা থেকে ভোটে দাঁড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। এনিয়ে ফিরহাদ হাকিমের সঙ্গে কথাও হয় অর্জুনের। যদিও পরবর্তীকালে অর্জুন জানিয়ে দেন, ‘‘আমি ললিপপে ভুলছি না।’’

রবিবার ব্রিগেড সমাবেশ থেকে লোকসভা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গের ৪২ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল। সেই তালিকায় নাম নেই ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিংয়ের। তাঁর জায়গায় এবার তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে বিধায়ক পার্থ ভৌমিককে। এই নিয়ে ক্ষুব্ধ অর্জুন। প্রার্থী না হতে পেরে তাঁর বিজেপিতে প্রত্যাবর্তনের জোরালো জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

২০১৯ –এর লোকসভা নির্বাচনেও তৃণমূলের পক্ষ থেকে অর্জুনকে প্রার্থী করা হয়নি। তার জায়গায় সেবার প্রার্থী হয়েছিলেন দীনেশ ত্রিবেদী। টিকিট না পেয়ে রাতারাতি বিজেপিতে যোগ দেন অর্জুন। সেবার বিজেপির প্রতীকে নির্বাচনে জিতে সাংসদ হন তিনি। তবে ২০২২ সালে ঘরওয়াপসি হয় তাঁর। সেসময় তিনি জানিয়েছিলেন, “ঘরের ছেলে ঘরে ফিরেছে।“

অর্জুন সিং
Lok Sabha Polls 24: ভাইয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ - জানালেন মুখ্যমন্ত্রী মমতা, এরপর কী বললেন বাবুন?
অর্জুন সিং
Thackeray to Gadkari: 'অপমানিত মনে হলে বিজেপি ছেড়ে চলে আসুন' - গড়করিকে মন্ত্রী করার প্রস্তাব উদ্ধবের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in