Assembly Polls 23: রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে এগিয়ে বিজেপি, কংগ্রেসের মান বাঁচালো তেলেঙ্গানা

People's Reporter: ১১৯ আসন বিশিষ্ট তেলেঙ্গানা বিধানসভায় এখনও পর্যন্ত কংগ্রেস এগিয়ে ৭১ আসনে। বিআরএস এগিয়ে ৩৬ আসনে। বিজেপি এগিয়ে ৯ আসনে এবং মিম এগিয়ে ৩ আসনে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধীফাইল চিত্র

তিন রাজ্যে পরাজয়ের মুখোমুখি হলেও কংগ্রেসের হাত ধরে তেলেঙ্গানায় ক্ষমতা বদল হতে চলেছে। ইতিমধ্যেই মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ের ভোট গণনার প্রবণতায় কংগ্রেসকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে বিজেপি। তেলেঙ্গানায় বিআরসি-কে অনেক পেছনে ফেলে ক্ষমতা দখলের পথে কংগ্রেস।

১১৯ আসন বিশিষ্ট তেলেঙ্গানা বিধানসভায় এখনও পর্যন্ত কংগ্রেস এগিয়ে ৭১ আসনে। বিআরএস এগিয়ে ৩৬ আসনে। বিজেপি এগিয়ে ৯ আসনে এবং মিম এগিয়ে ৩ আসনে।

বুথ ফেরত সমীক্ষায় জানানো হয়েছিল কংগ্রেস পেতে পারে ৬৩ থেকে ৭৩ আসন এবং বিআরএস পেতে পারে ৩৪ থেকে ৪৪ আসন। বিজেপি পেতে পারে ৪ থেকে ৮ আসন। এখনও পর্যন্ত ফলাফলের যা গতিপ্রকৃতি তাতে অক্ষরে অক্ষরে মিলে যেতে চলেছে বুথ ফেরত সমীক্ষা।

২০১৮ বিধানসভা নির্বাচনে বিআরএস জয়ী হয়েছিল ৮৮ আসনে। কংগ্রেস জয়ী হয়েছিল ১৯ আসনে। তেলেগু দেশম জয়ী হয়েছিল ২ আসনে এবং বিজেপি জয়ী হয়েছিল ১ আসনে। গতবার মিম জয়ী হয়েছিল ৭ আসনে এবং নির্দল জয়ী হয়েছিল ১ আসনে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে আদিবাসী ভোট ব্যাঙ্কে ধস নামার কারণেই তিন রাজ্যে কংগ্রেসের এই বিপর্যয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী
Madhya Pradesh Polls: মধ্যপ্রদেশে গণনা প্রবণতায় অনেক এগিয়ে বিজেপি, এখনও আশাবাদী কংগ্রেস
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী
LIVE BLOG: Assembly Polls 2023: ৪ রাজ্যে গণনা শুরু; মধ্যপ্রদেশ-রাজস্থান-ছত্তিসগড়ে হাড্ডাহাড্ডি লড়াই

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in