Lok Sabha Polls 24: উত্তরপ্রদেশে কংগ্রেসকে ১৫ আসন - রফা চূড়ান্ত হলে রাহুলের যাত্রায় হাঁটবেন অখিলেশ

People's Reporter: অখিলেশ জানান, আমরা একাধিকবার আলোচনায় বসেছি আসন ভাগাভাগি নিয়ে। যদি আসন সমঝোতা হয়ে যায় তাহলে রাহুল গান্ধীর সাথে ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নেব।
অখিলেশ যাদব
অখিলেশ যাদবগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে কংগ্রেসকে ১৫টি আসন ছাড়তে চলেছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। আসন সমঝোতা চূড়ান্ত হয়ে গেলেই রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় অংশ নেবেন বলেও জানিয়েছেন অখিলেশ।

এখনও আসন সমঝোতার জটিলতা কাটেনি কংগ্রেস ও তার সাথে ইন্ডিয়া মঞ্চে থাকা দলগুলির মধ্যে। উত্তরপ্রদেশও একই পরিস্থিতি। যদিও সূত্রের খবর, উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে কংগ্রেসকে ১৫ টি আসন ছাড়ার পরিকল্পনা করছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এর থেকে বেশি আসন ছাড়তে রাজি নয় সমাজবাদী পার্টি।

আসন সমঝোতা নিয়ে কংগ্রেস নেতৃত্বও এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেনি। তবে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হয়ে গেলেই অখিলেশ যাদবকে দেখা যাবে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায়।

এই প্রসঙ্গে অখিলেশ জানান, আমরা একাধিকবার আলোচনায় বসেছি আসন ভাগাভাগি নিয়ে। যদি আসন সমঝোতা হয়ে যায় তাহলে রাহুল গান্ধীর সাথে ভারত জোড়ো ন্যায় যাত্রায় হাঁটবো।

২০১৯ লোকসভা নির্বাচনের নিরিখে উত্তরপ্রদেশে মাত্র ১টি আসন জিতেছিল কংগ্রেস। সমাজবাদী পার্টি জিতেছিল ৫টি আসন। সারা দেশে কংগ্রেসের মোট প্রাপ্ত আসন ছিল ৫২। সেই ফলাফলের ভিত্তিতেই কংগ্রেসকে ১৫টি-র বেশি আসন ছাড়বে না বলেই জানিয়েছেন অখিলেশ।

অন্যদিকে ৩৭ তম দিনে পড়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। উত্তরপ্রদেশের প্রতাপগড়ে চলছে সেই যাত্রা। এখন দেখার আসন সমঝোতার জট কাটিয়ে রাহুল গান্ধীর তথা কংগ্রেসের ন্যায় যাত্রায় অখিলেশ যাদব পা মেলান কিনা।

অখিলেশ যাদব
Sandeshkhali: 'টাকা দিলে সমর্থন করবেন তো?’, তৃণমূল নেত্রীর ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু বিতর্ক
অখিলেশ যাদব
Chandigarh: শীর্ষ আদালতে শুনানির আগেই চন্ডীগড়ের মেয়রের ইস্তফা, ৩ আপ কাউন্সিলরের বিজেপিতে যোগ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in