ADR Report: কর্ণাটকে ক্রিমিনাল কেসে জড়িত ব্যক্তিদের প্রার্থী করার ক্ষেত্রে এগিয়ে BJP!

বিজেপি টিকিটে মোট ৭৯৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে, ২১৪ জন প্রার্থী নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, এবং ১৩১ জন প্রার্থী নিজেদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা ঘোষণা করেছেন।
ADR Report: কর্ণাটকে ক্রিমিনাল কেসে জড়িত ব্যক্তিদের প্রার্থী করার ক্ষেত্রে এগিয়ে BJP!
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

ক্রিমিনাম কেসে জড়িত - এমন ব্যক্তিদেরকে প্রার্থী করার ক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। গত ১৮ বছরে এই প্রবনাতাই চলে আসছে কর্ণাটকে। সম্প্রতি, নির্বাচন সমীক্ষক সংস্থা - অ্যাসোয়িয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্ম (ADR) যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য

গত মঙ্গলবার, কর্ণাটকের বিভিন্ন দলের প্রার্থীদের অপরাধ সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে এ.ডি.আর। তাতে বলা হয়েছে, ২০০৪ থেকে ২০২২ সালের মধ্যে একাধিক লোকসভা ও বিধানসভা নির্বাচন হয়েছে।

এই নির্বাচনগুলিতে বিজেপি টিকিটে মোট ৭৯৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে, ২৭ শতাংশ বা ২১৪ জন প্রার্থী নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, এবং ১৬ শতাংশ বা ১৩১ জন প্রার্থী নিজেদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা ঘোষণা করেছেন।

খুব একটা পিছিয়ে নেই কংগ্রেসও। কর্ণাটকে ২০০৪ সাল থেকে কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়েছেন মোট ৭৭২ জন। এর মধ্যে, ১৬৮ জন বা ২২ শতাংশ প্রার্থী নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, এবং ৯৬ জন বা ১২ শতাংশ প্রার্থী নিজেদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা ঘোষণা করেছেন।

রাজ্যের আরেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হল- জনতা দল (সেক্যুলার) বা JD(S)। গত ১৮ বছরে লোকসভা এবং বিধানসভা নির্বাচনে এই দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৭১০ জন প্রার্থী। এর মধ্যে ১৪১ জন বা ২০ শতাংশ প্রার্থীর নামে ছিল ফৌজদারি মামলা বা ক্রিমিনাল কেস। এছাড়া, নিজেদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা ঘোষণা করেছেন ৮৭ জন বা ১২ শতাংশ প্রার্থী।

এছাড়া, বহুজন সমাজ পার্টি (BSP) ৪৮১ জনকে প্রার্থী করেছে। তাঁদের মধ্যে ৪৯ জন (১০ শতাংশ) প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা ছিল।

আম আদমি পার্টি (AAP) গঠনের পর- অরবিন্দ কেজরিয়ালের দলও কর্ণাটকে মোট ৫৫ জন প্রার্থী দিয়েছে। তারমধ্যে ৫ জনের বিরুদ্ধে ছিল ক্রিমিনাল কেস বা ফৌজদারি মামলা।

ছবি সৌজন্যে - এ ডি আর

প্রসঙ্গত, আগামী ১০ মে, বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে কর্নাটকে। ফলাফল ঘোষণা করা হবে ১৩ মে। গত বুধবার, সাংবাদিক সম্মেলনে কর্নাটকের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

কমিশন জানিয়েছে, কর্নাটক বিধানসভার ২২৪টি আসনের জন্য মোট ৫৮,২৮২ টি ভোটগ্রহণ কেন্দ্র স্থাপন করা হবে। মোট ৫.২০ কোটি ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৮০ বছরের উর্ধ্বে এমন ভোটার রয়েছেন ১২.১৫ লক্ষ।

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, প্রথমবারের মতো, ৮০ বছরের বেশি বয়সি এবং প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের বাড়ি থেকে ভোট দিতে পারবেন। নির্বাচনে প্রথম বারের মত ভোট দেবেন ৯.১৭ লক্ষের বেশি ভোটার। 

ADR Report: কর্ণাটকে ক্রিমিনাল কেসে জড়িত ব্যক্তিদের প্রার্থী করার ক্ষেত্রে এগিয়ে BJP!
Vacancy: বিভিন্ন সরকারি সংস্থায় শূন্যপদ প্রায় ১০ লক্ষ, সর্বাধিক রেলে - সংসদে জানালো কেন্দ্র

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in