Gujarat: লোকসভা ভোটে রাজ্যে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে লড়বে দল! আপ প্রধানের মন্তব্য ঘিরে বিতর্ক

যদিও গুজরাত কংগ্রেসের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ ছাড়া এক পাও এগোবে না গুজরাত কংগ্রেস।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গত বিধানসভা নির্বাচনেও দুটি দল একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল। এবারের হিসেবটা একটু অন্যরকম। এবারে দুই দলই বিজেপি বিরোধী I-N-D-I-A মহাজোটের শরীক। তাই এবার আসন্ন লোকসভা নির্বাচনে গুজরাতে আর একে অপরের বিরুদ্ধে নয়, আসন ভাগাভাগি করে একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়বে আপ ও কংগ্রেস। সোমবার এমনটাই জানিয়েছেন গুজরাতের আম আদমি পার্টি প্রধান ইসুদান গধভি।

যদিও রাজ্য কংগ্রেসের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ ছাড়া এক পাও এগোবে না গুজরাত কংগ্রেস। দুই দলের এই বেহিসেবি মন্তব্যের পাল্টা দিয়ে কেজরিওয়ালের দলকে কংগ্রেসের ‘বি টিম’ বলে কটাক্ষ করেছে বিজেপি।

সোমবার গুজরাত আপের প্রধান গধভি সাংবাদিকদের জানিয়েছেন, “আপ এবং কংগ্রেস দুই দলই বিরোধী I-N-D-I-A জোটের অংশ। এই নির্বাচনী জোটের মন্ত্র গুজরাতেও প্রয়োগ করা হবে। হাত ধরাধরির আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও এটা নিশ্চিত যে, আসন্ন লোকসভা নির্বাচনে গুজরাতে আসন ভাগাভাগি করে একসঙ্গে লড়াই করবে আপ ও কংগ্রেস।”

লোকসভা ভোটে বিজেপির হার নিয়ে আত্মবিশ্বাসী গধভি আরও জানিয়েছেন, “যদি সবকিছু পরিকল্পনা মাফিক যায়, তাহলে আমি কথা দিচ্ছি এবারে বিজেপি এই রাজ্যের ২৬টি আসনের সবকটি জিততে পারবে না।” এমনকি এদিন তিনি এও জানিয়ে দিলেন, “ইতিমধ্যেই আম আদমি পার্টির গুজরাত নেতৃত্ব রাজ্যের কোন কোন আসনে প্রার্থী দিতে পারে, সেই নিয়ে কাজ শুরু করে দিয়েছে।”

তবে গুজরাত কংগ্রেসের তরফে দলের মুখপাত্র মনীশ দশী আপ-এর মন্তব্যকে পুরোপুরি সমর্থন না করে জানিয়েছেন, “আমি ওঁর মন্তব্য শুনেছি। কিন্তু অন্য দলের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে শেষ কথা বলবেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। নির্বাচন পূর্ববর্তী জোট নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র দলের শীর্ষ নেতৃত্বেরই রয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের তরফে এই নিয়ে কথা তোলা হলে রাজ্য নেতৃত্বও এই নিয়ে আলোচনা করবে। কিন্তু এই বিষয়ে জাতীয় নেতৃত্ব যা বলবে রাজ্য নেতৃত্ব তা মেনে চলবে।”

এদিকে গুজরাত আপের এই মন্তব্য নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র রুতভিজ পটেল জানিয়েছেন, “শেষ দুইবারের নির্বাচনে আমরা রাজ্যের ২৬টি লোকসভা আসনের প্রত্যেকটিই জিতেছি। এবারেও আমাদের সেটাই লক্ষ্য, তবে এবারে ৫ লক্ষ ভোটের ব্যবধানে সব আসন জিততে চাই আমরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এইধরণের জোটকে ভয় পায়না। লোকসভা নির্বাচনের জয় নিয়ে আমরা আত্মবিশ্বাসী। আর গুজরাত আপের এই ঘোষণা থেকে স্পষ্ট যে আপ দলটি আসলে কংগ্রেসের বি টিম।”

প্রতীকী ছবি
উত্তরপ্রদেশের বিজেপি সাংসদকে ২ বছরের কারাদণ্ড, রাহুলের পথে হেঁটে সাংসদ পদ খারিজ করবেন স্পিকার?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in