Lok Sabha Polls 24: জল খাওয়ার নাম করে আদিবাসী মহিলার শ্লীলতাহানি! আটক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

People's Reporter: ষষ্ঠ দফার ভোট চলাকালীন ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডেবরার ১২৯ নম্বর চকসাহাপুর বুথ এলাকায় জল চাওয়ার নাম করে শ্লীলতাহানি করে বলে অভিযোগ ওঠে।
ডেবরায় জল খাওয়ার নাম করে শ্লীলতাহানি এক আদিবাসী মহিলাকে
ডেবরায় জল খাওয়ার নাম করে শ্লীলতাহানি এক আদিবাসী মহিলাকেগ্রাফিক্স - আকাশ নেয়ে

ষষ্ঠ দফার ভোট গ্রহণ পর্বের মধ্যেই এক তফসিলি জনজাতির মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে। জানা গেছে, ওই জওয়ানকে পুলিশ আটক করে সংশ্লিষ্ট বাহিনীর ভারপ্রাপ্ত আধিকারিকদের কাছে নিয়ে গেছে। ওই জওয়ানের কাছ থেকে সার্ভিস আর্মস কেড়ে নেওয়া হয়েছে।

ষষ্ঠ দফার ভোট চলাকালীন ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডেবরার ১২৯ নম্বর চকসাহাপুর বুথ এলাকায় জল চাওয়ার নাম করে বাড়িতে ঢুকে ওই মহিলার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ ওঠে। লোধা সম্প্রদায়ের ওই মহিলার অভিযোগ, ওই জওয়ান প্রথমে তাঁর কাছে জল চায়। তিনি জলের বোতল দিয়েছিলেন। জল খেয়ে তাঁর সঙ্গে আপত্তিকর ব্যবহার করেন অভিযুক্ত জওয়ান।

মহিলার চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। অভিযোগ শোনার পরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা। ওই জওয়ানকে আটকে রেখে খবর দেওয়া হয় পুলিশকে। ডেবরা থানার পুলিশ এসে অভিযুক্তকে আটক করে সংশ্লিষ্ট বাহিনীর আধিকারিকদের হাতে তুলে দেয়। কেড়ে নেওয়া হয় ওই জওয়ানের সার্ভিস আর্মসও।

এই ঘটনার প্রতিক্রিয়া দিয়েছেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। তিনি সংবাদ মাধ্যমে জানান, “ডেবরায় সিআরপিএফের বিরুদ্ধে একটি বাড়িতে ঢুকে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। যাঁরা আমাদের রক্ষক, যাঁরা ভোটটা করাবেন, সেই চৌকিদারদের বিরুদ্ধেই যদি শ্লীলতাহানির অভিযোগ ওঠে, তবে আমরা কোথায় আছি!“

ডেবরায় জল খাওয়ার নাম করে শ্লীলতাহানি এক আদিবাসী মহিলাকে
Lok Sabha Polls 24: ষষ্ঠ দফায় ভোট দেওয়ার পর কী বললেন রাহুল, সনিয়া, কেজরীরা?
ডেবরায় জল খাওয়ার নাম করে শ্লীলতাহানি এক আদিবাসী মহিলাকে
Lok Sabha Polls 24: বাঁকুড়ার ৫ বুথের EVM-এ বিজেপির ট্যাগ! কী জবাব দিল নির্বাচন কমিশন?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in