Lok Sabha Polls 24: মোট ২৬৭ প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি, ৬৭ বিদায়ী সাংসদকে ছেঁটে ফেলা হয়েছে

People's Reporter: প্রথম দফায় ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি। দ্বিতীয় দফায় ঘোষণা হয় ৭২ জন প্রার্থীর নাম।
দ্বিতীয় তালিকাতে জায়গা পাননি প্রজ্ঞা সিং ঠাকুর, রমেশ বিধুরির মতো বিতর্কিত সাংসদরা
দ্বিতীয় তালিকাতে জায়গা পাননি প্রজ্ঞা সিং ঠাকুর, রমেশ বিধুরির মতো বিতর্কিত সাংসদরাগ্রাফিক্স - আকাশ

আসন্ন লোকসভা নির্বাচনের জন্য আপাতত দু'দফা মিলিয়ে ২৬৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। যার মধ্যে নাম নেই ২১ শতাংশ বিদায়ী বিজেপি সাংসদের নাম। মূলত সাধারণ মানুষের কাছে স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করছে গেরুয়া শিবির।

প্রথম দফায় ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি। দ্বিতীয় দফায় ঘোষণা হয় ৭২ জন প্রার্থীর নাম। সেই তালিকায় জায়গা পেয়েছেন নীতিন গড়করি, পীযূষ গোয়েল, অনুরাগ ঠাকুর সহ একাধিক হেভিওয়েট সাংসদ। টিকিট দেওয়া হয়েছে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টারকে। কিন্তু এই তালিকাতে জায়গা পাননি প্রজ্ঞা সিং ঠাকুর, রমেশ বিধুরির মতো বিতর্কিত সাংসদরা। ২৬৭ জন প্রার্থীর মধ্যে বাদ পড়েছেন ৬৭ জন জয়ী সাংসদ। ১৪০ জন সাংসদকে পুনরায় টিকিট দেওয়া হয়েছে।

দ্বিতীয় তালিকায় দেখা যাচ্ছে কর্ণাটক এবং মহারাষ্ট্রের ২০টি করে কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়েছে। গুজরাটে সাত জন প্রার্থী, তেলেঙ্গানা এবং হরিয়ানা থেকে ৬ জন, মধ্যপ্রদেশের পাঁচ জন, দিল্লি, উত্তরাখণ্ড, এবং হিমাচল প্রদেশ থেকে ২ জন করে, দাদরা এবং নগর হাভেলির ১টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি।

দিল্লির ৬ জন জয়ী সাংসদকে প্রার্থী তালিকা থেকে বাদ দিয়েছে বিজেপি। কর্ণাটকের ১১ জন বিদায়ী বিজেপি সাংসদের নাম নেই প্রার্থী তালিকাতে। ৮ জন সাংসদকে পুনরায় বেছে নেওয়া হয়েছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। মহারাষ্ট্রে ৫ জন জয়ী সাংসদকে বাদ দেওয়া হয়েছে প্রার্থী তালিকা থেকে। গুজরাটে ৪ জন জয়ী সাংসদের ওপর আস্থা রাখেনি বিজেপি। হরিয়ানায় ৩ জন বিজেপি সাংসদের নাম নেই প্রার্থী তালিকায়। মধ্যপ্রদেশ থেকে ২ জন জয়ী বিজেপি সাংসদকে বাদ দেওয়া হয়েছে ওই তালিকা থেকে। এছাড়া আরও অন্যান্য রাজ্যের জয়ী সাংসদদের ওপর আস্থা রাখেনি বিজেপি।

দ্বিতীয় তালিকাতে জায়গা পাননি প্রজ্ঞা সিং ঠাকুর, রমেশ বিধুরির মতো বিতর্কিত সাংসদরা
দরিদ্র পরিবারকে প্রতি বছর ১ লক্ষ টাকা, ‘আদিবাসী সঙ্কল্প’ - একাধিক প্রতিশ্রুতি ঘোষণা কংগ্রেসের
দ্বিতীয় তালিকাতে জায়গা পাননি প্রজ্ঞা সিং ঠাকুর, রমেশ বিধুরির মতো বিতর্কিত সাংসদরা
Thackeray to Gadkari: 'অপমানিত মনে হলে বিজেপি ছেড়ে চলে আসুন' - গড়করিকে মন্ত্রী করার প্রস্তাব উদ্ধবের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in