Covid-19: বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা! নির্দেশিকা জারি রাজ্য সরকারের

সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধুমাত্র কোভিড উপসর্গহীন ও টীকাগ্রহণকারী ব্যক্তিরা কোভিডবিধি মেনে জমায়েত করতে পারবেন। স্বাস্থ্যকর্মীদের সর্বদা মানুষের সাথে যোগাযোগ রাখতে হবে।
রাজ্য সরকারের নির্দেশিকা জারি
রাজ্য সরকারের নির্দেশিকা জারিফাইল ছবি

রাজ্যজুড়ে ধীরে ধীরে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকারের নতুন নির্দেশিকা জারি করেছে। ৩০ জুন এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর জনসাধারণের জন্য নির্দেশিকা জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধুমাত্র কোভিড উপসর্গহীন ও টীকা গ্রহণকারী ব্যক্তিরা কোভিডবিধি মেনে জমায়েত করতে পারবেন। স্বাস্থ্যকর্মীদের সর্বদা মানুষের সাথে যোগাযোগ রাখতে হবে। নোটিশে এও বলা হয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সকলকে মাস্ক অথবা ফেস কভার পড়তে হবে। যাঁরা ভিড় জায়গায় যাবেন তাঁদের অবশ্যই স্যানিটাইজিং-এর দিকটা খেয়াল রাখতে হবে। এছাড়াও আরও অনেক নিয়মাবলী উল্লেখ আছে।

বিশেষজ্ঞদের দাবি, আর কিছুদিন পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এখন থেকে লাগাম না টানলে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে। হাসপাতালগুলিতেও সরকার কোভিডবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে। ভারতে শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭,০৭০ জন। মৃত্যু হয়েছে ২৩ জনের। পশ্চিমবঙ্গের শেষ পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে ১৪২৪ জন আক্রান্ত হয়েছেন।

এদিকে বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে যে, কোভিড-১৯ মহামারী তার রূপ পরিবর্তন করছে। তবে এটি পুরোপুরি শেষ হয়ে যায়নি। সতর্কতা জারি করে বলেছে যে, বিশ্বের মধ্যে ১১০টি দেশে করোনা আক্রান্তদের সংখ্যা বাড়ছে।

WHO-এর ডিরেক্টর জেনারেল ড: ট্রেডস অ্যাডানম ঘেব্রেইসাস জানিয়েছেন, "কোভিড-১৯ মহামারী নিজের রূপ পরিবর্তন করলেও পুরোপুরিভাবে শেষ হয়ে যায়নি। কোভিড-১৯ ভাইরাসকে অনুসন্ধান করার ক্ষেত্রে আমাদের ক্ষমতা হ্রাস পাচ্ছে কারণ, এই ভাইরাসের জিনোমিক সিকোয়েন্সগুলি হ্রাস পাচ্ছে। এর অর্থ হল, ওমিক্রন ভাইরাসকে অনুসন্ধান করে ভবিষ্যতে ভাইরাসের অন্য চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করা কঠিন হয়ে পড়ছে।"

রাজ্য সরকারের নির্দেশিকা জারি
HIV চিকিৎসায় ‘অলৌকিক ওষুধ’ ডলুটেগ্রাভির সংকট, বিপাকে ভুক্তভোগীরা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in