

অবশেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র অনুমোদন পেল ভারতের তৈরি করোনা টিকা কোভ্যাক্সিন। কোভ্যাক্সিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের তালিকাভুক্ত করেছে হু। গ্লোবাল হেল্থ গ্রুপের টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ বুধবার এই চূড়ান্ত সিদ্ধান্ত জারি করেছে।
WHO-র তরফ থেকে একটি ট্যুইট বার্তায় বলা হয়েছে, "কোভিড ১৯-এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম, WHO দ্বারা বৈধ ভ্যাকসিনের ক্রমবর্ধমান তালিকায় এবার যুক্ত হলো ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন। কোভ্যাক্সিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের তালিকাভুক্ত করা হয়েছে।"
সূত্রের খবর, কোভ্যাক্সিনকে অনুমোদন দেওয়ার জন্য জি-২০ বৈঠকে WHO ডিরেক্টর জেনারেল ট্রেডস অ্যাডহানাম ঘেব্রেইয়েসাসের ওপর চাপ সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই কোভ্যাক্সিনকে অনুমোদন দিয়েছে WHO। প্রসঙ্গত, গত সপ্তাহে কোভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে অস্ট্রেলিয়া সরকার।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন