
রাজ্যে ১ সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার জন! যা নিয়ে রীতিমতো আতঙ্কে চিকিৎসক মহল। ডেঙ্গু আক্রান্তে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা।
প্রতিবছরই বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়। কিন্তু দুর্গাপুজো মিটে গেলেও এখনও জেলায় জেলায় ডেঙ্গু আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। শাসক দলের নেতারা বার বার দাবি করছেন সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কিন্তু তারপরেও একাধিক জায়গায় প্রশাসনিক গাফিলতি চোখে পড়ছে। যার কারণে এখনও ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলেই অনেকে মনে করছেন। সরকারি পরিসংখ্যানেও গরমিল রয়েছে বলে দাবি করছে বিরোধী দলগুলি।
সূত্রের খবর, স্বাস্থ্য দফতরের রিপোর্টে নাকি চাঞ্চল্যকর তথ্য দেওয়া রয়েছে। মঙ্গলবার পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯০ হাজার। যার মধ্যে শুধু ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ হাজার জন।
অন্যদিকে ‘ন্যাশনাল ভেক্টর বোর্ন ডিজ়িজ় কন্ট্রোল প্রোগ্রাম’-এর তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম সপ্তাহে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ লক্ষের গণ্ডি ছাড়িয়েছে। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এই পোর্টালে পশ্চিমবঙ্গের কোনও তথ্য নেই। রাজ্যের তথ্য ছাড়াই দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লক্ষ ছাড়িয়েছে।
তবে চিকিৎসকদের মতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও বিশেষ চিন্তার কিছু নেই। ডেঙ্গুর প্রভাব নভেম্বরের শেষে কমে যাবে বলে আশা করছেন চিকিৎসকরা। এখনও বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগীরা ভর্তি হচ্ছে। আবার এর মাঝে ফের বৃষ্টি হলে পরিস্থিতি উন্নতির থেকে অবনতির দিকেই এতসক্র, তাই সকলকে সতর্ক থাকতে বলা হচ্ছে।
স্বাস্থ্য দফতর সূত্রে আরও জানা যাচ্ছে, ডেঙ্গু আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় আক্রান্তের সংখ্যা ১৭ হাজারেরও বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। আক্রান্তের সংখ্যা প্রায় ১২ হাজার। তৃতীয় স্থানে আছে মুর্শিদাবাদ। দক্ষিণের জেলাগুলি মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে। এখনই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন