কলকাতা হাইকোর্টের রায় খারিজ শীর্ষ আদালতে, সব বাজিতে নিষেধাজ্ঞা জারি নয়

শীর্ষ আদালত বলে, আতশবাজির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা যায় না। দেশের অন‍্যান‍্য রাজ‍্যে যে নির্দেশ জারি করা হয়েছে তার সাথে পশ্চিমবঙ্গের নির্দেশের সামঞ্জস্য থাকতে হবে।
কলকাতা হাইকোর্টের রায় খারিজ শীর্ষ আদালতে, সব বাজিতে নিষেধাজ্ঞা জারি নয়
ফাইল ছবি সংগৃহীত

বাজি ফাটানো নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে খারিজ করে দিল শীর্ষ আদালত। কালীপূজো, দীপাবলী, ক্রিসমাস, নিউ ইয়ার সহ আসন্ন উৎসবগুলিতে পরিবেশবান্ধব বাজি সহ সমস্ত রকম বাজি ফাটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল হাইকোর্ট। সোমবার সুপ্রিম কোর্ট সেই নিষেধাজ্ঞা বাতিল করে দিয়েছে।

বিচারপতি কে এম খানউইলকর এবং অজয় রাস্তোগির বেঞ্চ এদিন জানিয়েছে, আতশবাজির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা যায় না। দেশের অন‍্যান‍্য রাজ‍্যে যে নির্দেশ জারি করা হয়েছে তার সাথে পশ্চিমবঙ্গের নির্দেশের সামঞ্জস্য থাকতে হবে। পশ্চিমবঙ্গ ব‍্যতিক্রম হতে পারে না। দীপাবলীতে পরিবেশবান্ধব বাজি ফাটানো যাবে।

তবে বেরিয়াম সল্টের মতো নিষিদ্ধ রাসায়নিক পদার্থের ব‍্যবহারের বিরুদ্ধে প্রশাসনকে কড়া হওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আদালতে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী আনন্দ গ্রোভার। তিনি আদালতে বলেন, ভিত্তিহীন আশঙ্কার ওপর নির্ভর করে সমস্ত রকম বাজি ফাটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট। বাজি প্রস্তুতকারক এবং বিক্রেতাদের অ‍্যাসোসিয়েশনের প্রতিনিধিত্বকারী সিনিয়র অ‍্যাডভোকেট সিদ্ধার্থ ভাটনগর সম্প্রতি শীর্ষ আদালতের দেওয়া একটি আদেশ বিচারপতিদের সামনে পেশ করেন, যেখানে বাজির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি না করার কথা বলা ছিল।

সব মিলিয়ে পরিবেশবান্ধব বাজি ফাটানোর অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে নিষিদ্ধ বাজি যাতে কোনোভাবেই না ফাটে সেদিকে খেয়াল রাখার জন্য রাজ‍্য সরকারকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আদালত।

প্রসঙ্গত, গত ২৯ তারিখ সবরকমের বাজি বিক্রি ও পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি নিয়ে কলকাতা হাইকোর্টের যুক্তি ছিল, বাজারে যেগুলো বিক্রি হবে সেগুলো সত্যি গ্রীন ক্র‍্যাকার্স তার নিশ্চয়তা আছে? যিনি কিনছেন, যিনি বিক্রি করছেন এবং সর্বোপরি পুলিশ কি ভাবে বুঝবেন যে এটা পরিবেশ ও মানুষের ক্ষতি করবে না? বিক্রি এবং পোড়ানোর সময় কে পরীক্ষা করবেন বাজি?

কলকাতা হাইকোর্টের রায় খারিজ শীর্ষ আদালতে, সব বাজিতে নিষেধাজ্ঞা জারি নয়
পরিবেশবান্ধব বাজিও না, সব ধরণের বাজি বিক্রি ও পোড়ানোতে নিষেধাজ্ঞা কলকাতা হাইকোর্টের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in