'উনি প্রচার চান, হলফনামা আগে মিডিয়াকে পাঠিয়েছেন', ফের রামদেবের ক্ষমাপ্রার্থনা খারিজ শীর্ষ আদালতে

People's Reporter: বেঞ্চ বলেছে, "আপনারা হলফনামাতেও ফাঁকি দিচ্ছেন। আদালতের আদেশ লঙ্ঘনের জন্য আপনাদের ফল ভোগ করতে হবে। এই ক্ষেত্রে আমরা উদার হতে চাই না।"
রামদেব
রামদেবফাইল ছবি সংগৃহীত

বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থার সহ প্রতিষ্ঠাতা রামদেবের ‘নিঃশর্ত ক্ষমা প্রার্থনা' ফের প্রত্যাহার করেছে শীর্ষ আদালত। পাশাপাশি, আরও একবার রামদেবকে ফল ভোগ করার জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছে আদালত।

রামদেব এবং পতঞ্জলি আয়ুর্বেদের ম্যানেজিং ডিরেক্টর বালকৃষ্ণ আচার্য মঙ্গলবার শীর্ষ আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন। বুধবার বিচারপতি হিমা কোহলি এবং আহসানউদ্দিন আমানুল্লাহর বেঞ্চে এই মামলার শুনানি ছিল। শুনানিতে ফের পতঞ্জলিকে ভর্ৎসনা করে বেঞ্চ জানায়, "ক্ষমাপত্র কাগজে-কলমে রয়েছে। ওঁদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে। আমরা এটা মেনে নিতে অস্বীকার করছি। আমরা এটাকে ইচ্ছাকৃতভাবে অঙ্গীকার লঙ্ঘন বলে মনে করি।"

বারবার আদালতের আদেশ লঙ্ঘন এবং অনুপযুক্ত হলফনামা দাখিল করার জন্য শীর্ষ আদালত রামদেব এবং বালকৃষ্ণের তীব্র নিন্দা করে। বিচারপতি কোহলি বলেন, “আমাদের হলফনামা পাঠানোর উপযুক্ত মনে করেননি আপনারা। আমাদের দেওয়ার আগে আপনারা বিষয়টি মিডিয়ার কাছে পাঠিয়েছিলেন। গতকাল সন্ধ্যা ৭.৩০ টা পর্যন্ত এটি আমাদের জন্য আপলোড করা হয়নি। স্পষ্টতই ওঁরা প্রচারে বিশ্বাসী। তাই এমনটা করা হয়েছে।" 

অনুপযুক্ত হলফনামা নিয়ে বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহ বলেছেন, "আপনারা হলফনামাতেও ফাঁকি দিচ্ছেন। এটা কে তৈরি করেছে, আমি অবাক। আমাদের নির্দেশের পরেও ভুল হয় কি করে? আদালতের আদেশ লঙ্ঘনের জন্য আপনাকে ফল ভোগ করতে হবে। আমরা এই ক্ষেত্রে এতটা উদার হতে চাই না।"

উল্লেখ্য, রামদেবের সংস্থার বিরুদ্ধে মামলা করেছিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। আইএমএ-র অভিযোগ ছিল, পতঞ্জলির বেশ কয়েকটি বিজ্ঞাপনে অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতি এবং চিকিৎসকদের অসম্মান করা হয়েছে। বিজ্ঞাপনে রোগ নিরাময় নিয়ে বিভ্রান্তিকর দাবি করে সাধারণ জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।

এই মামলায় এর আগেও পতঞ্জলিকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। হলফনামা দিয়ে ক্ষমা চেয়েওছিল সংস্থাটি। কিন্তু সেই হলফনামায় সন্তুষ্ট ছিল না আদালত। গত ২ এপ্রিল শুনানিতে আদালতের নির্দেশে রামদেব সশরীরে হাজির হলে, বিচারপতি কোহলি তাঁকে বলেন, আমরা আপনার ক্ষমা চাওয়ায় খুশি নই এবং বারবার আদালতের নির্দেশ অমান্য করার ফল ভোগ করার জন্য প্রস্তুত থাকুন।

এরপর গতকাল ফের হলফনামা জমা দিয়ে ক্ষমা প্রার্থনা করেন রামদেব। কিন্তু সেই প্রার্থনাও মঞ্জুর করেনি শীর্ষ আদালত।

রামদেব
Medicine: ওষুধের দাম বৃদ্ধির খবর মিথ্যা, বিভ্রান্তিকর - কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক
রামদেব
Ramdev: 'ফল ভোগের জন্য তৈরি থাকুন', বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় রামদেবকে হুঁশিয়ারি শীর্ষ আদালতের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in