নিজের প্রভাব সঠিক উপায়ে ব্যবহার করা উচিত ছিল রামদেবের - পতঞ্জলি মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

People's Reporter: আর কত পরিমাণ ওই বিতর্কিত পণ্য মজুত করা আছে তা সম্পর্কে পতঞ্জলিকে হলফনামা জমা দিতে বলেছে আদালত।
রামদেব
রামদেবফাইল ছবি
Published on

রামদেবের প্রভাব আছে কিন্তু তা সঠিক জায়গায় ব্যবহার করা উচিত ছিল। পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় এমনই জানালো সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি এ আমানুল্লাহ-র বেঞ্চে পতঞ্জলি বিজ্ঞাপন মামলার শুনানি ছিল। বেঞ্চ জানায়, "রামদেবের অনেক প্রভাব আছে, সঠিক উপায়ে ব্যবহার করতে হবে।" সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, যোগব্যায়াম নিয়ে অনেক কিছুই করেছেন রামদেব। তখন বিচারপতি হিমা কোহলি বলেন, "তিনি যোগের জন্য যা যা করেছেন তা অবশ্যই ভালো কিন্তু পতঞ্জলির পণ্যগুলির বিষয় সম্পূর্ণ আলাদা"।

পতঞ্জলির আইনজীবী বলবীর সিং বলেন, টিভি চ্যানেলগুলিকে চিঠি দিয়েছে পতঞ্জলি। ওই সমস্ত বিতর্কিত বিজ্ঞাপন বন্ধ করতে বলা হয়েছে। পাশাপাশি বাজারেও যাতে কোভিডের ওই বিতর্কিত পণ্যগুলি আর বিক্রি করা না হয় তার জন্য আবেদন জানানো হয়েছে।

আর কত পরিমাণ ওই বিতর্কিত পণ্য মজুত করা আছে তা সম্পর্কে পতঞ্জলিকে হলফনামা জমা দিতে বলেছে আদালত। পাশাপাশি রামদেব এবং আচার্য বালকৃষ্ণকে আদালতে এই মুহূর্তে সশরীরে হাজিরা দেওয়া থেকেও মুক্তি দিয়েছে শীর্ষ আদালত। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৯ জুলাই রাখা হয়েছে।

রামদেব
Patanjali: 'বিভ্রান্তিকর' বিজ্ঞাপনকাণ্ডে আরও চাপে রামদেব, ফের হাজিরার নির্দেশ হরিদ্বার আদালতের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in