Cancer: ভারতে মধ্যবয়সীদের মধ্যে বাড়ছে ক্যান্সারের প্রবণতা, আক্রান্তদের মধ্যে ৬০ শতাংশই পুরুষ

People's Reporter: এনজিও ‘ক্যান্সার মুক্ত ভারত ফাউন্ডেশন’ সমীক্ষা রিপোর্ট থেকে জানা গেছে, ভারতে কমপক্ষে ২০ শতাংশ ক্যান্সার আক্রান্ত পুরুষ ও মহিলার বয়স ৪০ বছর বা তার কম।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি সৌজন্য ক্যান্সারসেন্টার ডট কম
Published on

ভারতে মধ্যবয়সীদের মধ্যে ক্যানসারের প্রবণতা ক্রমশ বাড়ছে। সম্প্রতি এক সমীক্ষা থেকে উঠে এসেছে এই তথ্য। ওই সমীক্ষা রিপোর্ট থেকে জানা গেছে, ভারতে কমপক্ষে ২০ শতাংশ ক্যান্সার আক্রান্ত পুরুষ ও মহিলার বয়স ৪০ বছর বা তার কম।

দিল্লি ভিত্তিক অলাভজনক সংস্থা ‘ক্যান্সার মুক্ত ভারত ফাউন্ডেশন’ ওই সমীক্ষা রিপোর্টে জানিয়েছে ৪০ বছর বা তার কম বয়সী ক্যান্সার আক্রান্তদের ৬০ শতাংশই পুরুষ এবং ৪০ শতাংশ মহিলা।

যার মধ্যে হেড অ্যান্ড নেক ক্যান্সার আক্রান্ত রোগীর হার ২৬ শতাংশ। গ্যাস্ট্রোইন্টেস্টিনিয়াল ক্যান্সার আক্রান্তের হার ১৬ শতাংশ (অন্ত্র, পাকস্থলী এবং লিভার)। ব্রেস্ট ক্যান্সারের হার ১৫ শতাংশ এবং ব্লাড ক্যান্সারের হার ৯ শতাংশ।

‘ক্যান্সার মুক্ত ভারত ফাউন্ডেশন’-এর এই সমীক্ষা দলের প্রধান, সিনিয়র অঙ্কোলজিস্ট ডাঃ আশিস গুপ্ত জানিয়েছেন, ক্যান্সারের এই বৃদ্ধির মূল কারণ ভারতীয় যুবদের নিম্নমানের জীবনযাপন।

এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, আমাদের দেশের যুবদের খ্যাদ্যাভ্যাস ভালো নয়। বিশেষ করে আল্ট্রা প্রসেসড খাদ্যের অভ্যাস, দীর্ঘসময় একভাবে বসে কাজ করার অভ্যাসের কারণেও ক্যান্সার দ্রুত বাড়ছে।

তিনি আরও বলেন, আমাদের জীবনযাত্রায় বদল আনা দরকার এবং তামাক এবং মাদক সম্পূর্ণ রূপে বর্জন করা দরকার। একমাত্র তাহলেই ক্যান্সারের প্রবণতা কমতে পারে।

ওই সমীক্ষায় আরও জানা গেছে, ভারতে ধরা পড়া ক্যান্সারের মধ্যে ২৭ শতাংশই চিহ্নিত হয় স্টেজ ১ অথবা ২ টে। ৬৩ শতাংশ ক্যান্সার ধরা পড়ে স্টেজ ৩ অথবা স্টেজ ৪-এ।

সমীক্ষা রিপোর্ট অনুসারে, দুই তৃতীয়াংশ ক্যান্সারই ধরা পড়ে অনেক দেরিতে। মূলত সঠিক পরীক্ষা পদ্ধতির অভাবের কারণেই রোগ নির্ণয় করতে অনেক দেরি হয়ে যায় বলে জানিয়েছেন ডাঃ আশিস গুপ্ত।

দেশ জুড়ে বর্তমান বছরের ১ থেকে ১৫ মার্চের মধ্যে মোট ১,৩৬৮ জন ক্যান্সার আক্রান্তের ওপর এই সমীক্ষা চালানো হয়েছে। আক্রান্তরা সকলেই ‘ক্যান্সার মুক্ত ভারত ফাউন্ডেশন’-এর হেল্পলাইনে সহায়তার জন্য ফোন করেছিলেন। তাদের মধ্যে থেকেই তথ্য সংগ্রহ করে এই সমীক্ষা চালানো হয়েছে।

ছবি প্রতীকী
নিজের প্রভাব সঠিক উপায়ে ব্যবহার করা উচিত ছিল রামদেবের - পতঞ্জলি মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
ছবি প্রতীকী
Covishield: পার্শ্বপ্রতিক্রিয়া-আতঙ্কের মাঝেই বিশ্বজুড়ে কোভিশিল্ডের বিক্রি বন্ধ করল অ্যাস্ট্রাজেনেকা!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in