
মানুষের স্বাভাবিক গড় আয়ু ১০০ বছর নয়, বরং ১৫০ থেকে ২০০ বছর। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন যোগগুরু রামদেব।
গত ২৮ জুন মুম্বাইতে মাত্র ৪২ বছর বয়সে মৃত্যু হয় 'কাঁটা লাগা' গার্ল শেফালি জরিওয়ালের। ময়না তদন্তের পর রিপোর্টে উঠে আসে, রক্তচাপ দ্রুত কমার ফলে হার্ট অ্যার্টাক হয় তাঁর। রিপোর্টে এই রক্তচাপ দ্রুত কমে যাওয়ার কারণও উল্লেখ করা হয়েছে। অভিনেত্রীর দেহে মিলেছে গ্লুটাথিয়ন নামে এক রাসায়নিক। যা প্রাথমিক ভাবে বয়স প্রতিরোধী ওষুধের (অ্যান্টি এজিং) মধ্যে পাওয়া যায়। এমনকি মৃত্যুর পর অভিনেত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে বার্ধক্য প্রতিরোধকারী ওষুধের ২টি বাক্স খুঁজে পেয়েছে পুলিশ। সেই ওষুধের ফলেই কমেছে রক্তচাপ।
অভিনেত্রী শেফালি জরিওয়ালের মৃত্যু নিয়ে বিতর্কের মাঝেই সম্প্রতি এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় রামদেব জানান, "মানুষের স্বাভাবিক গড় আয়ু ১০০ বছর নয়। বরং মানুষের স্বাভাবিক গড় আয়ু কমপক্ষে ১৫০ থেকে ২০০ বছর। কিন্তু মানুষ নিজের মস্তিস্ক, চোখ, পাকস্থলীর উপর প্রয়োজনের চেয়ে বেশি চাপ দিয়ে ফেলে"।
রামদেবের দাবি, যে খাবার ১০০ বছরে একজন মানুষের খাওয়া উচিত, তা এখন মানুষ মাত্র ২৫ বছরেই খেয়ে নেয়। এমনকি এই সাক্ষাৎকারে তিনি জানান, নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারলে আগামী ১০০ বছরেও বার্ধক্য আসবে না। রামদেবের কথায়, "আমার বয়স ৬০ বছর। কিন্তু কেবলমাত্র খাবার আর জীবনধারণের মানের জন্যই আমি সম্পূর্ণ সুস্থ এবং প্রাণবন্ত রয়েছি"।
যোগগুরুর মতে, মানুষের শরীর ভিতর থেকে শক্তিশালী হওয়া উচিত। তিনি দাবি করেন, একজন ব্যক্তি জীবনচক্রকে ধীর করতে পারে। তাঁর কথায়, "আপনার জীবনে সম্পূর্ণ সন্তুষ্ট থাকা উচিত। আপনার খাদ্যাভ্যাস, চিন্তাভাবনা এবং আপনার শারীরিক গঠন সঠিক হতে হবে"।
তিনি বলেন, "আমাদের শরীরের প্রতিটি কোষের একটি স্বাভাবিক আয়ুষ্কাল থাকে। যখন আপনি এতে হস্তক্ষেপ করেন, তখন এটি অভ্যন্তরীণভাবে বিপর্যয় ডেকে আনে। যার ফলে হার্ট অ্যাটাকের মতো পরিস্থিতি তৈরি হয়"। তাঁর মতে, মানুষ যদি তাদের মূল ডিএনএর সাথে সংযুক্ত থাকে, তাহলে তারা ঠিক থাকবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন