COVID-19: গত ২৪ ঘন্টায় দেশে আক্রান্তের সংখ্যা ৮ হাজারেরও বেশি! চিন্তায় চিকিৎসক মহল

গোটা ভারতে মহারাষ্ট্রের আক্রান্তের পরিসংখ্যান দেখে বিশেষজ্ঞ মহল বেশ চিন্তিত। গতকাল মহারাষ্ট্রের কোভিড আক্রান্ত হন ৩০৮১ জন। যার মধ্যে শুধুমাত্র মুম্বাইতেই আক্রান্ত হয়েছেন ২০০০ এর অধিক।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দেশে ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর গত ২৪ ঘন্টায় প্রায় ৮,৩২৯ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন।

দীর্ঘ লকডাউন, বিভিন্ন কোভিড বিধি মেনে সাধারণ মানুষ ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছিল। কমেও এসেছিল করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু বিগত কিছুদিনের পরিসংখ্যান ভীতি সঞ্চার করছে চিকিৎসক মহলে। জুন মাসের শুরুতে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ছিল প্রায় ১৮ হাজার। কিন্তু গত ১১ দিনে সেই সংখ্যা প্রায় ৪০ হাজার ছাড়িয়েছে। ভারতে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ০.০৯ শতাংশ।

গোটা ভারতে মহারাষ্ট্রের আক্রান্তের পরিসংখ্যান দেখে বিশেষজ্ঞ মহল বেশ চিন্তিত। গতকাল মহারাষ্ট্রের কোভিড আক্রান্ত হন ৩,০৮১ জন। যার মধ্যে শুধুমাত্র মুম্বাইতেই আক্রান্ত হয়েছেন ২০০০ এর অধিক। শুধুমাত্র মহারাষ্ট্র নয় পাশাপাশি কেরালা, দিল্লি, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশেও রীতিমতো চোখ রাঙাচ্ছে মারণ ভাইরাস। রাজ্য ভিত্তিক পরিসংখ্যানের দিকে নজর দিলে দেখা যাবে কেরালাতে ২৪১৫ জন, দিল্লিতে ৬৫৫ জন, কর্ণাটকে ৫২৫ জন, উত্তরপ্রদেশে ২০৪ জন, গুজরাটে ১৪৩ জন। হরিয়ানায় ৩২৭ জন, তেলেঙ্গানায় ১৫৫ জন এবং পশ্চিমবঙ্গে ১০৭ জন গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন। এছাড়াও লাদাখ, গোয়া, পাঞ্জাব, বিহারেও মানুষ আক্রান্ত হচ্ছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে ১০৩ দিন পর ভারতে আট হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রক আরও জানিয়েছে শেষ ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। ভারতে এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ২৪ হাজার ৭৫৭ জনের। বিশাল পরিমাণে মৃত্যু হলেও দেশে সুস্থ্যতার হার প্রায় ৯৮.৬৯ শতাংশ। দেশে করোনা থেকে মুক্তি পেয়েছেন ৪ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৩০৮ জন।

প্রতীকী ছবি
Monkeypox: বিশ্বের ২৭ দেশের ৭৮০ ল্যাবরেটরি থেকে মাঙ্কিপক্সের সন্ধান মিলেছে - বিশ্ব স্বাস্থ্য সংস্থা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in