West Bengal: মুখ্যমন্ত্রীর পারিবারিক অনুষ্ঠানে মোতায়েন সরকারী মেডিকেল টিম, ক্ষুব্ধ চিকিৎসক সংগঠন

People's Reporter: সূত্রের খবর, অনুষ্টান চলাকালীন নিজেদের নিয়ে ব্যস্ত তারা। ওই চিকিৎসক দলের খাওয়া দাওয়া নিয়ে প্রতি কোনো নজর নেই তাঁদের।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ফাইল ছবি, গ্রাফিক্স - আকাশ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের এক সদস্যের বিয়ে। আসর বসতে চলেছে কার্শিয়াঙয়ে। আর সেই অনুষ্ঠানে মোতায়েন করা হয়েছে সরকারী ডাক্তারি টিম। যা নিয়ে ক্ষোভ প্রাকশ করল সরকারি হাসপাতালের চিকিৎসকদের বৃহদ সংগঠন অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টরস, পশ্চিমবঙ্গ।

জানা গেছে, আগামী ১০ ডিসেম্বর অবধি কার্শিয়াঙয়ে হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী ও তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বুধবারই সেখানে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই পৌঁছেছেন অভিষেক। গণশক্তি পত্রিকার এক প্রতিবেদন অনুযায়ী, সেই অনুষ্ঠান উপলক্ষ্যে ১০ তারিখ পর্যন্ত বহু চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের বিভিন্ন সময় বিবাহ অনুষ্ঠানে ডিউটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেখানে পাঠানো হয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দল।

এই নির্দেশ ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে চিকিৎসক সংগঠনের। সূত্রের খবর, অনুষ্ঠান চলাকালীন চিকিৎসক দলের খাওয়া দাওয়া বা তাঁদের ন্যূনতম চাহিদার দিকে কোনো নজর নেই মুখ্যমন্ত্রীর পরিবারের। এবিষয়ে অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টরস-এর সম্পাদক ডাঃ মানস গুমটা জানিয়েছেন, কোনো ভিআইপি মুভমেন্ট হলে মেডিক্যাল টিম গঠন করে কাজ করতে হয়। কিন্তু তাই বলে কোনো বিয়ে বাড়ি, কোনো সামাজিক অনুষ্ঠান বা কোনো ছোটোখাটো রাজনৈতিক সমাবেশে কেন মেডিক্যাল টিম! আর তার উপর তাঁদের ঠিক মতো দেখাশোনা করা হয় না, খাওয়া দাওয়ার দিকে নজর দেওয়া হয়না। এটা কোন ধরণের পদ্ধতি জানা নেই।

ডাঃ গুমটা আরও জানান, এই বিষয়ে বহু বার আমরা রাজ্যপাল ও মুখ্যসচিবকে চিঠি লিখেছি, কিন্তু এর কোনো সুরাহা হয়নি। কোন কোন ক্ষেত্রে সরকারি ডাক্তারি টিম তৈরি হবে তা আমাদের আগে থেকে জানানো হোক। পাশাপাশি, সেই অনুষ্ঠানে গিয়ে তাঁরা যাতে তাঁদের প্রাপ্য সম্মান পায় সেটাও দেখতে হবে সরকারকে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
North 24 Parganas: প্রার্থীই দিতে পারলো না TMC-BJP, গাইঘাটায় ফের সমবায় ভোটে জয়ী বামেরা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
I.N.D.I.A: পরবর্তী 'ইন্ডিয়া' জোটের বৈঠকে উপস্থিত থাকবেন নীতিশ-মমতা, জানালেন দুই মুখ্যমন্ত্রী

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in