

I.N.D.I.A জোটের পরবর্তী বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানিয়ে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। পাশাপাশি আগামী বৈঠকে থাকবেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।
বিভিন্ন দলের শীর্ষ নেতৃত্ব না থাকার কারণে ৬ ডিসেম্বর I.N.D.I.A জোটের বৈঠক বাতিল করতে বাধ্য হয় কংগ্রেস। বুধবার অর্থাৎ আজ নীতিশ কুমার জানান, "আমি গত একবছর ধরে ঐক্যের কথা বলে আসছি। সকল বিজেপি বিরোধী দলগুলিকে লোকসভা নির্বাচনে একজোট হয়ে লড়াইয়ের পরামর্শ দিয়েছি। কিন্তু রাজ্যের বিধানসভা নির্বাচন থাকার কারণে বহু দল রাজ্য নিয়েই ব্যস্ত হয়ে পড়ছে। আমি আবারও বলছি ২০২৪ লোকসভার জন্য সব দল একসাথে বসে কৌশল ঠিক করা উচিত"।
তিনি আরও বলেন, I.N.D.I.A জোটের বৈঠক ভবিষ্যতে যেখানেই হবে আমি সেখানেই যাবো। মঙ্গলবার যখন বলেছিলাম ৬ ডিসেম্বরের সভাতে আমি যোগ দিতে পারবো না তখন অনেক সমালোচনা হয়েছিল। কিন্তু আমার জ্বর হয়েছিল। তাই পাঁচ দিনের বিশ্রাম প্রয়োজন ছিল।
অন্যদিকে, 'ইন্ডিয়া' জোটের পরবর্তী বৈঠকে যোগ দেবেন বলে জানিয়েছেন মমতা ব্যানার্জিও। বুধবার তিনি বলেন, "সকলেই ব্যস্ত থাকেন। তাই একটা বৈঠক ডাকার জন্য কমপক্ষে ৭ দিন আগে থেকে জানানো উচিত। আমরা খুব শীঘ্রই একসাথে বসবো। সোমবার রাহুল গান্ধী আমাকে ফোন করেছিলেন। আমি বললাম আমি জানতাম না। তাই আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। পরবর্তী বৈঠকে আশা করি সকলেই আসবেন"।
এরআগে ৬ ডিসেম্বরের বৈঠক প্রসঙ্গে সোমবার তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বলেন, "আমার কাছে বৈঠক নিয়ে কোনো খবর নেই। কেউ আমাকে ফোন করে বা চিঠি লিখে জানায়নি। আমাকে না জানালে আমি যাবো কীভাবে? আমার উত্তরবঙ্গ সফর আছে। সকলের সময় জেনে তবেই মিটিং ডাকা উচিত। এই মূহুর্তে আমার পক্ষে সমস্ত কর্মসূচি বাতিল করে বৈঠকে যাওয়া তো সম্ভব নয়"।
অন্যদিকে মঙ্গলবারই আরজেডি নেতা লালু প্রসাদ যাদব জানান আগামী ১৭ ডিসেম্বর I.N.D.I.A জোটের পরবর্তী বৈঠক বসবে। সকলের থাকার আবেদনও তিনি জানিয়েছেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন