Covid: উদ্বেগ বাড়াচ্ছে 'ক্রাকেন'! কতটা ভয়াবহ করোনার নয়া প্রজাতি? দেখুন বিশেষজ্ঞদের মতামত

ওমিক্রনের XBB ভ্যারিয়েন্টের নতুন সংস্করণ XBB.1.5। যেটির শক্তি আরও বেশি। করোনা টীকা নেওয়া ব্যক্তিকেও এই ভাইরাস সংক্রমিত করতে পারে।
Covid: উদ্বেগ বাড়াচ্ছে 'ক্রাকেন'! কতটা ভয়াবহ করোনার নয়া প্রজাতি? দেখুন বিশেষজ্ঞদের মতামত
ছবি প্রতীকী সংগৃহীত

ভারত সহ বিশ্বের একাধিক দেশে ওমিক্রোন XBB.1.5-র নয়া প্রজাতি ক্রাকেন উদ্বেগ বাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে নতুন প্রজাতিটি ভয়াবহ রূপ নিতে চলেছে।

ভাইরাস বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ওমিক্রনের XBB ভ্যারিয়েন্টের নতুন সংস্করণ XBB.1.5। যেটির শক্তি আরও বেশি। করোনা টীকা নেওয়া ব্যক্তিকেও এই ভাইরাস সংক্রমিত করতে পারে। ভাইরাসটি মৃত্যু প্রবণতা বাড়াতে সক্ষম। পূর্বের তুলনায় আরও বেশি মানুষ আক্রান্ত হতে পারেন।

তাঁরা আরও দাবি করছেন, অতীতে কোভিড মোকাবিলার জন্য যেসব থেরাপি নেওয়া হয়েছিল তা বর্তমান প্রজাতির ক্ষেত্রে কার্যকরী হবে না। XBB.1.5-র ইমিউন ইভ্যাসিভনেস শক্তি বেশি। ইমিউন ইভ্যাসিভনেস হচ্ছে ভাইরাসের সেই ক্ষমতা যার মাধ্যমে ভ্যাকসিন প্রাপ্ত বা অপ্রাপ্ত উভয় ব্যক্তিকেই সংক্রমিত করতে পারে। শরীরের মধ্যে প্রবেশ করে এক প্রকার বিরল মিউটেশন তৈরি করে। যার নাম F486P। এর ফলে মানবদেহে আরও গুরুতর কোনো রোগ সৃষ্টি হতে পারে কিনা তা গবেষণা সাপেক্ষ।

শেষ পরিসংখ্যান অনুযায়ী ভারতে XBB-র সংক্রমণ ২০ শতাংশ। সেখানে পুরনো প্রজাতি BA.2.75 এখনও প্রভাব বিস্তার করছে। তবে যে কোনো সময় এটার পরিবর্তন হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বেশি চিন্তিত রয়েছে আমেরিকাকে নিয়ে। সে দেশ থেকে যদি অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে তাহলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন। কারণ উন্নয়নশীল দেশগুলির থেকেও আমেরিকার টীকা দানের হার কম। পাঁচ বা তার বেশি বয়সীদের আপডেটেড বাইভ্যালেন্ট বুস্টার ডোজ দেওয়া হয়েছে। যা মোট জনসংখ্যার ১৫ শতাংশ। কোভিডের কারণে ইতিমধ্যেই মার্কিন মুলুকের হাসপাতালগুলিতে রোগীর সংখ্যা বাড়ছে। WHO-র তরফ থেকে নতুন প্রজাতির ভয়াবহতা নিয়ে বিজ্ঞপ্তি জারি করার পরিকল্পনা করা হচ্ছে।

Covid: উদ্বেগ বাড়াচ্ছে 'ক্রাকেন'! কতটা ভয়াবহ করোনার নয়া প্রজাতি? দেখুন বিশেষজ্ঞদের মতামত
উজবেকিস্তানে শিশু মৃত্যুর জের, বন্ধ হয়ে গেল উত্তরপ্রদেশের সেই কোম্পানির সমস্ত উৎপাদন

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in