

কোভিড ভ্যাকসিনেশনে নতুন রেকর্ড তৈরি করলো কেরালা। বাম শাসিত এই রাজ্যে ১৮ বছর বা তার বেশী বয়সীদের ৫০ শতাংশের টিকার দুটি ডোজই সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার একথা জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ।
এদিন জর্জ জানান, ১৮ বছর বা তার থেকে বেশি বয়সী কেরালার ৯৪.৫৮% অধিবাসীর কোডিট টিকার একটি ডোজ সম্পন্ন হয়েছে। সংখ্যার হিসেবে কেরালায় ১৮ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে ২,৫২,৬২,১৭৫ জন কোভিড টিকার প্রথম ডোজ পেয়েছেন। যার মধ্যে ৫০.০২ শতাংশ বা ১,৩৩,৫৯,৫৬২ জনের দুটি ডোজই সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, জাতীয় স্তরে ১৮ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে ৭৭.৩৭ শতাংশ প্রথম ডোজ পেয়েছেন। দুটি ডোজ পেয়েছেন এমন মানুষের হার ৩৩.৩৯ শতাংশ। জর্জ বলেন, সঠিক ভ্যাকসিনেশনের জন্য সঠিক পরিকল্পনা করে এগোনোতেই এই সাফল্য এসেছে।
বীনা জর্জ আরও বলেন, এর মধ্যে পাথানামিঠিট্টা, এরনাকুলাম এবং ওয়াইনাডের ১০০ শতাংশ মানুষ তাঁদের প্রথম ডোজ পেয়ে গেছেন। যার মধ্যে পাথানামিঠিট্টা জেলায় স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ-এর বাড়ি। তিনি বলেন কোভিশিল্ড-এর ক্ষেত্রে দুটি ভ্যাকসিনের মধ্যে ৮৪ দিনের অন্তর থাকছে। কোভ্যাকসিনের ক্ষেত্রে এই অন্তর ২৮ দিনের।
বীনা আরও বলেন, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে মানুষ নির্দিষ্ট সময়ে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে আসছেন না। আমরা সরকারের পক্ষ থেকে তাঁদের দ্বিতীয় ডোজের কথা মনে করিয়ে দেবার চেষ্টা করছি। আমরা সকলকে তাঁদের দ্বিতীয় ডোজ নির্দিষ্ট সময়ে নেবার জন্য অনুরোধ করছি এবং এই বিষয়ে প্রচার চলছে।
- with Agency Inputs
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন