Karnataka: অক্টোবর মাসে ভ্যাকসিনেশন কমেছে ৪০ শতাংশ, উদ্বিগ্ন রাজ্য প্রশাসন

স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ১৮ বছরের বেশি বয়সী ৪.৮৭ কোটি নাগরিকের মধ্যে নভেম্বর মাসের ৪ তারিখ পর্যন্ত ৪.২৬ কোটি নাগরিককে প্রথম ডোজ দেওয়া সম্ভব হয়েছে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী ছবি নিউজ ফর জ্যাক্স-এর সৌজন্যে

অক্টোবর মাসে কর্ণাটকে প্রায় ৪০% কম কোভিড ভ্যাকসিনেশন হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে একথা জানা গেছে। যে খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ বেড়েছে প্রশাসনের।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের সূত্র অনুসারে, সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবর মাসে প্রায় ৪০% কম কোভিড ভ্যাকসিনেশন হয়েছে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ১৮ বছরের বেশি বয়সী ৪.৮৭ কোটি নাগরিকের মধ্যে নভেম্বর মাসের ৪ তারিখ পর্যন্ত ৪.২৬ কোটি নাগরিককে প্রথম ডোজ দেওয়া সম্ভব হয়েছে।

মনে করা হচ্ছে, সংক্রমণ বেশ কিছুটা কমে যাবার কারণেই মানুষ টিকা নেবার উৎসাহ হারিয়েছেন।

কর্ণাটক রাজ্য প্রশাসনের পক্ষ থেকে ডিসেম্বর মাসের মধ্যে একশো শতাংশ টিকাকরণের পরিকল্পনা করা হলেও এখনও পর্যন্ত প্রায় ৬০ লক্ষ মানুষের টিকা নেওয়া বাকি। যেভাবে টিকাকরণের হার কমেছে তাতে ডিসেম্বর মাসের মধ্যে ওই লক্ষ্যমাত্রায় পৌঁছানো কার্যত অসম্ভব। স্বাস্থ্য দপ্তরের সূত্র অনুসারে, বিভিন্ন কোভিড সংক্রান্ত বিধি নিষেধ তুলে নেওয়ায় সাধারণ মানুষ টিকাকরণে গুরুত্ব দিচ্ছেন না।

কর্ণাটকে গত আগস্ট মাসে প্রায় ৭৫ লক্ষ মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছিলো। সেপ্টেম্বর মাসে প্রথম ডোজ দেওয়া হয় ৭৮ লক্ষ মানুষকে। যদিও অক্টোবর মাসে মাত্র ৩২ লক্ষ মানুষকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। যার ফলে ডিসেম্বর মাসের মধ্যে রাজ্যের ১০০ শতাংশ মানুষকে টিকা দেওয়া কিছুটা অসম্ভব। রাজ্যে এমন বহু মানুষ আছেন যারা প্রথম ডোজ নিলেও এখনও পর্যন্ত দ্বিতীয় ডোজ পাননি।

রাজ্য প্রশাসনের হিসেব অনুসারে সেপ্টেম্বর মাসে কর্ণাটকে ৭০.১২ লক্ষ নাগরিককে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছিলো। অক্টোবর মাসে রাজ্যে দ্বিতীয় ডোজ পাওয়া মানুষের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫৭.৪ লক্ষ।

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা অফিসে কাজ করেন তাদের জন্য কোভিড ভ্যাকসিনের একটি ডোজ বাধ্যতামূলক। ফলে যারা কোভিড ভ্যাকসিনের একটি ডোজ নিয়ে নিয়েছেন তাঁরা আরদ্বিতীয় ডোজে উৎসাহিত হচ্ছেন না।

এখনও পর্যন্ত রাজ্যের ২.৩২ কোটি মানুষ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পেয়েছেন। রাজ্যে ১.৯০ কোটি মানুষ আছেন, যারা প্রথম ডোজ পেয়েছেন কিন্তু দ্বিতীয় ডোজ পাননি।

ছবি প্রতীকী
Karnataka: রাজ্য বিজেপি আর এস এসের হাতের পুতুল, তাদের কথায় চলে: সিদ্দারামাইয়া

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in