যক্ষ্মার চিকিৎসায় Johnson & Johnson-র যুগান্তকারী উদ্যোগ, এবার স্বল্প মূল্যেই কেনা যাবে 'বেডাকুইলিন'

বিশ্ব জুড়ে যক্ষ্মা রোগের চিকিৎসায় এক যুগান্তকারী আবিস্কার এই বেডাকুইলিন ওষুধ।
যক্ষ্মার চিকিৎসায় Johnson & Johnson-র যুগান্তকারী উদ্যোগ, এবার স্বল্প মূল্যেই কেনা যাবে 'বেডাকুইলিন'
ফাইল ছবি

বিশ্ব জুড়ে যক্ষ্মা রোগ নিয়ে কাজ করার জন্য তৈরি সংস্থা ‘The STOP TB Partnership’-এর সঙ্গে এবার একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে আবদ্ধ হল শিশু প্রসাধনী-সহ ওষুধ প্রস্তুতকারক বাজারের হেভিওয়েট কোম্পানি জনসন অ্যান্ড জনসন। এই চুক্তির ফলে নির্বাচিত অর্থনৈতিকভাবে দুর্বল দেশগুলিতে যক্ষ্মা রোগের চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ ‘বেডাকুইলিন’-এর সহজলভ্যতা আরও বড়বে বলেই আশাবাদী কোম্পানি কর্তৃপক্ষ।

সম্প্রতি বিশ্ব জুড়ে যক্ষ্মা রোগের চিকিৎসায় আরও সক্রিয়তা আনতে The STOP TB Partnership-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে জনসন অ্যান্ড জনসন। পৃথিবীর যেসব অর্থনৈতিকভাবে দুর্বল দেশে এখনও যক্ষ্মায় আক্রান্ত হওয়ার প্রবণতা মারাত্মকরকমের বেশি, সেইসব দেশে ‘বেডাকুইলিন’ ওষুধের সহজলভ্যতা আরও বাড়ানোর উদ্দেশ্যেই ওই চুক্তি।

ইতিমধ্যেই এরকম মোট ৪৪টি দেশের তালিকা তৈরি করা হয়েছে যেখানে খুব সহজেই জনসন অ্যান্ড জনসন-এর তৈরি ওষুধ বেডাকুইলিন পৌঁছে যাবে The STOP TB Partnership সংস্থার গ্লোবাল ড্রাগ ফ্যাসিলিটি (জিডিএফ) প্রকল্পের আওতায়। তবে ওই তালিকায় পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার বেশ কয়েকটি দেশকে বাদ দেওয়া হয়েছে। যেখানে ওই দেশগুলিতে যক্ষ্মা রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি।

প্রসঙ্গত, বিশ্ব জুড়ে যক্ষ্মা রোগের চিকিৎসায় এক যুগান্তকারী আবিস্কার এই বেডাকুইলিন ওষুধ। বাজারে এই বেডাকুইলিন আসার পর যক্ষ্মা রোগের চিকিৎসা বহুগুণ সহজতর হয়ে গিয়েছে। সেই কারণেই আজ বিশ্বের অনেক দেশ নিজেদের সম্পূর্ণ যক্ষ্মা মুক্ত বলে ঘোষণা করতে পেরেছে। তবে আজও কিছু দেশে এই ওষুধের দাম সাধারণের ক্ষমতার অনেক বাইরে। যার ফলে মানুষকে বাধ্য হয়েই বেডাকুইলিন-এর বদলে অন্যান্য পুরনো ওষুধের উপর ভরসা করতে হয়, যাদের প্রয়োগে চুল উঠে যাওয়া-সহ একাধিক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়।

জনসন অ্যান্ড জনসন-এর উদ্যোগ নিয়ে দক্ষিণ আফ্রিকার People’s Health Movement (PHM)-এর তরফে লরেন পেরেমোর জানিয়েছেন, “জনসন অ্যান্ড জনসন যে ছাড় দিচ্ছে তাতে যক্ষ্মা রোগের চিকিৎসায় সাড়া ফেলে দেবে। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা দেশগুলিও এবার অতি স্বল্প মূল্যে বেডাকুইলিন কিনতে পারবে। কিন্তু দক্ষিণ আফ্রিকার মতো অনেক দেশের এতে সেরকম লাভ হবে না। কারণ, তাদের কাছে বেডাকুইলিন-এর পেটেন্ট রয়েছে এবং তারা STOP TB Partnership-এর থেকে গ্লোবাল ড্রাগ ফ্যাসিলিটির মাধ্যমে বেডাকুইলিন কেনে না।”

যক্ষ্মার চিকিৎসায় Johnson & Johnson-র যুগান্তকারী উদ্যোগ, এবার স্বল্প মূল্যেই কেনা যাবে 'বেডাকুইলিন'
৩ বছরে দেশে নিখোঁজ ১৩ লক্ষেরও বেশি মহিলা! তালিকায় দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in