Eye Drops: এবার আই ড্রপে সংক্রমণ, মার্কিন নাগরিকের মৃত্যুতে নিশানায় ভারতীয় সংস্থা

এখনও পর্যন্ত ক্যালিফোর্নিয়া, কলোরাডো, ফ্লোরিডা, নিউ জার্সি, নিউ মেক্সিকো, নিউ ইয়র্ক, টেক্সাস, ওয়াশিংটন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ভারতের তৈরি এই চোখের ওষুধ থেকে সমস্যা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
Published on

গাম্বিয়ার কাফ সিরাপ কাণ্ডের রেশ এখন তাজা। এরই মাঝে ভারতে তৈরি 'আই ড্রপে' সংক্রমণে প্রাণ হারিয়েছেন এক মার্কিন নাগরিক। ব্যাকটেরিয়া আক্রমণে দৃষ্টিশক্তি হারিয়েছেন আরও ৫ জন। যার জেরে, মার্কিন বাজার থেকে নিজেদের তৈরি 'আই ড্রপ' (Eye Drop) তুলে নিয়েছে ভারতীয় সংস্থা - গ্লোবাল ফার্মা হেলথকেয়ার (Global Pharma Healthcare)।

একটি বিবৃতিতে গ্লোবাল ফার্মা হেলথকেয়ার জানিয়েছে, 'মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)-এর পরামর্শে, এবং রোগীদের সুরক্ষার কথা ভেবে EzriCare, LLC এবং Delsam Pharma দ্বারা বিতরণ করা 'আর্টিফিসিয়াল টিয়ার্স আই ড্রপ'টি বাজার থেকে তুলে নিচ্ছি আমরা। মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আমাদের সংস্থা যথেষ্ট পরিমাণে সহযোগিতা করছে।'

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, 'এই বিষয়টি নিয়ে আমরা পূর্ণাঙ্গ তদন্ত করছি। কিন্তু, এই ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ার ক্ষেত্রে কোনওভাবে আমাদের উৎপাদনগত ত্রুটিই দায়ী কি না, তা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।'

এদিকে, এই আর্টিফিসিয়াল টিয়ার্স আই ড্রপ (Artificial Tears eye drop) ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে 'সেন্ট্রাল ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (CDC)।

এখনও পর্যন্ত ক্যালিফোর্নিয়া, কলোরাডো, ফ্লোরিডা, নিউ জার্সি, নিউ মেক্সিকো, নিউ ইয়র্ক, টেক্সাস, ওয়াশিংটন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই চোখের ওষুধ থেকে সমস্যা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, গাম্বিয়ায় ৬৬ এবং উজবেকিস্তানে ১৯ জন শিশুর মৃত্যুর ঘটনার জেরে হরিয়ানা এবং নয়ডার দুই ওষুধ প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছিল কেন্দ্র। কোম্পানিগুলির সব ওষুধ উৎপাদন বন্ধ করে দিয়েছিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (Drugs Controller General of India)। আর, সেই রেশ না কাটতেই এবার সামনে এলো 'আই ড্রপে' মৃত্যু ও দৃষ্টিশক্তি হারানোর দুঃসংবাদ।

প্রতীকী ছবি
শীত শেষে বাড়ছে বসন্ত রোগ! কোন কোন খাবার খাবেন প্রতিরোধের জন্য? দেখে নিন

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in