পরিবারের অনুমতি ছাড়া রোগীকে ICU-তে ভর্তি করতে পারবে না হাসপাতাল কর্তৃপক্ষ, জারি সরকারি নির্দেশিকা

People's Reporter: কোনও গুরুতর অসুস্থ রোগীদের ক্ষেত্রে আর কোনও চিকিত্সা সম্ভব না বা তাঁদের আইসিউতে রেখে কোনো লাভ হবে না, এমন পরিস্থিতি তৈরি হলে সেই রোগীকে আইসিউতে রাখার কোনো দরকার নেই।
পরিবারের অনুমতি ছাড়া রোগীকে ICU-তে ভর্তি করতে পারবে না হাসপাতাল কর্তৃপক্ষ, জারি সরকারি নির্দেশিকা
প্রতীকী ছবি
Published on

এবার থেকে হাসপাতাল কর্তৃপক্ষ আর কোনো রোগীকে, রোগী বা তাঁর পরিবারের অনুমতি ছাড়া আইসিউতে ভর্তি রাখতে পারবে না। মঙ্গলবারে এক নির্দেশিকা জারি করে দেশের হাসপাতালগুলিকে একথা জানিয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ২৪ জন সদস্যের একটি বিশেষজ্ঞ দলের মতামতের ভিত্তিতে এই নির্দেশিকা তৈরি করা হয়েছে বলে জানা গেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জারি হওয়া ওই নির্দেশিকা অনুযায়ী, কোনও গুরুতর অসুস্থ রোগীদের ক্ষেত্রে আর কোনও চিকিত্সা সম্ভব না বা তাঁদের আইসিউতে রেখে কোনো লাভ হবে না, রোগীর অবস্থার উন্নতি হওয়ার আশা নেই, এমন পরিস্থিতি তৈরি হলে সেই রোগীকে আইসিউতে রাখার কোনো দরকার নেই।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, মহামারীর মতো পরিস্থিতি তৈরি হলে প্রথমে হাসপাতালের পরিকাঠামোগত সীমাবদ্ধতার কথা বিবেচনা করতে হবে কর্তৃপক্ষকে। তারপর রোগী কতটা অসুস্থ সেটার উপর ভিত্তি করেই রোগীকে আইসিইউ-তে রাখা হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

নির্দেশিকা অনুযায়ী, আইসিইউতে রোগীকে ভর্তি করার নিয়ম - রোগীর অঙ্গ প্রত্যঙ্গ বিকল এবং কোনও অঙ্গে বাইরে থেকে যান্ত্রিক সাহায্যের প্রয়োজন কিনা তার উপর ভিত্তি করে হওয়া উচিত। বা রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়ার আরও আশঙ্কা আছে কিনা সেই বিষয়টিকেও মাথায় রাখা উচিত।

পরিবারের অনুমতি ছাড়া রোগীকে ICU-তে ভর্তি করতে পারবে না হাসপাতাল কর্তৃপক্ষ, জারি সরকারি নির্দেশিকা
Arvind Kejriwal: বৃহস্পতিবারই ইডির হাতে গ্রেফতার হতে পারেন কেজরিওয়াল! দাবি আপের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in