কেরালার পর গুয়াহাটি বিশ্ববিদ্যালয়েও ছাত্রীদের জন্য ঋতুকালীন ছুটির সিদ্ধান্ত

People's Reporter: কেন্দ্রের ওই নির্দেশিকার পর একইভাবে মহিলা ছাত্রীদের অতিরিক্ত ঋতুকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেরালার CUSAT।
কেরালার পর গুয়াহাটি বিশ্ববিদ্যালয়েও ছাত্রীদের জন্য ঋতুকালীন ছুটির সিদ্ধান্ত
প্রতীকী ছবি
Published on

যুগান্তকারী সিদ্ধান্ত নিল গুয়াহাটি বিশ্ববিদ্যালয়। কেরালা বিশ্ববিধ্যালয়ের পর এবার গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ও মহিলাদের জন্য বিশেষ ঋতুকালীন ছুটির অনুমোদন দিল। এবার থেকে ওই বিশ্ববিদ্যালয় ও তার অধীনস্থ সমস্ত কলেজে মহিলা ছাত্রীরা সাধারণের চেয়ে ২ শতাংশ অতিরিক্ত ছুটি পাবেন। বৃহস্পতিবার নির্দেশিকা জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলতি বছরের শুরুতে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে কেরালার কোচিন ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি (CUSAT) বিশ্ববিদ্যালয়টিও ছাত্রীদের জন্য ঋতুকালীন ছুটির সিদ্ধান্ত নিয়েছিল।

বৃহস্পতিবার নির্দেশিকা প্রকাশের সময় গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডঃ প্রতাপ জ্যোতি হান্ডিক জানিয়েছেন, মহিলা ছাত্রীরা এবার থেকে ঋতুকালীন ছুটি পাবেন। সাধারণের চেয়ে অতিরিক্ত ২ শতাংশ ছুটি পাবেন। পরীক্ষায় বসার জন্য সাধারণত ক্লাসে যেখানে ৭৫ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক, সেখানে মহিলা ছাত্রীদের জন্য সেই হার কমিয়ে ৭৩ শতাংশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা এবং বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সমস্ত কলেজের সকল ছাত্রীদের জন্য এই বিশেষ ছাড় নির্দেশিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই কার্যকর হয়ে গিয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

চলতি বছরের শুরুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এবং মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রক বিবৃতি দিয়ে চাকরি ও শিক্ষাক্ষেত্রে মহিলাদের ঋতুকালীন ছুটি দেওয়ার নির্দেশ দেয়। মহিলাদের ঋতুকালীন ছুটির পক্ষে সায় দিয়ে মহিলা পড়ুয়া ও কর্মীদের উপস্থিতির হারে ২ শতাংশ ছাড় দেওয়ার কথা জানানো হয় কেন্দ্রের তরফে। সেই কথা মতোই এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়।

গুয়াহাটি বিশ্ববিদ্যালয় ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। উত্তর-পূর্ব ভারতের এই শিক্ষা প্রতিষ্ঠানটি তার প্রোগ্রাম এবং একাডেমিক প্রসারের জন্য সুপরিচিত।

কেরালার পর গুয়াহাটি বিশ্ববিদ্যালয়েও ছাত্রীদের জন্য ঋতুকালীন ছুটির সিদ্ধান্ত
‘সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ, বছরে ১৫টা ছুটি নিয়ম হওয়া উচিত’, ইনফোসিস কর্তার মন্তব্য সমর্থন কংগ্রেস সাংসদের
কেরালার পর গুয়াহাটি বিশ্ববিদ্যালয়েও ছাত্রীদের জন্য ঋতুকালীন ছুটির সিদ্ধান্ত
বাড়িতে বসেই প্রদীপ জ্বালুন অযোধ্যায়, ৫১ টাকা থেকে ১১০০ টাকার প্যাকেজ, অভিনব উদ্যোগ কর্তৃপক্ষের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in