গোবরে সারে না কোভিড, বরং ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হতে পারেন - সতর্কবার্তা চিকিৎসকদের

কোভিড থেকে বাঁচতে এই পদ্ধতি কাজে লাগে বলে কোনও প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি
গোবরে সারে না কোভিড, বরং ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হতে পারেন - সতর্কবার্তা চিকিৎসকদের
সৌজন্যে- The Wire

কয়েকদিন আগে গুজরাতের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, কোভিড থেকে বাঁচতে কিছু মানুষ শরীরে গোবর মেখে স্নান করছেন। এক ফার্মাসিউটিক্যাল কোম্পানির অ্যাসোসিয়েট ম্যানেজার গৌতম মণিলাল বরিসা জানান, গত বছর তাঁকে কোভিড থেকে বাঁচিয়ে তুলেছিল এই পদ্ধতি। এমনকী, অদ্ভুতভাবে এখানে কিছু চিকিৎক এসে এই পদ্ধতি নিজেদের উপরও প্রয়োগ করেন।

চিকিৎসকদের মতে, কোভিড থেকে বাঁচতে এই পদ্ধতি কাজে লাগে বলে কোনও প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। বিজ্ঞানীরাও মানুষের এই বিশ্বাস নিয়ে বেশ উদ্বিগ্ন। তাঁদের মতে, করোনা সংক্রমণ থেকে বাঁচতে নির্দিষ্ট নিয়মাবলী অবলম্বন করাই শ্রেয়। এই ধরনের গোবর-গোমূত্র মেখে স্নান করার পিছনে কোনও যুক্তি নেই। বরং এমন করলে শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে।

গোবরে সারে না কোভিড, বরং ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হতে পারেন - সতর্কবার্তা চিকিৎসকদের
আজই বাজারে আসছে করোনা প্রতিরোধক 2-DG

গোবর কখনই করোনা সারাতে পারে না বলেও দাবি করেছেন, গাজিয়াবাদের পালমনোলজিস্ট ড. জ্ঞান ভারতী। এই ভ্রান্ত ধারনা মানুষকে ভুল পথে চালিত করছে। এই ধরনের ভ্রান্ত ধারনার ফাঁদে পা না দিতেও আবেদন করেছেন তিনি। শালিমার বাগে ফর্টিসের ডিরেক্টর-পালমনোলজিস্ট ড. বিকাশ মৌর্য বলেছেন, মহামারি থেকে বাঁচাতে পারে শুধুমাত্র ভ্যাকসিন, মাস্ক, সামাজিক দূরত্ব ও হাত ধোয়ার অভ্যাস।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in