WB: চিকিৎসক-অধ্যাপকদের পদত্যাগে হিড়িক, নিয়ম না মেনে পদত্যাগের অভিযোগ, কড়া চিঠি রাজ্যের
গ্রাফিক্স - নিজস্ব

WB: চিকিৎসক-অধ্যাপকদের পদত্যাগে হিড়িক, নিয়ম না মেনে পদত্যাগের অভিযোগ, কড়া চিঠি রাজ্যের

পদত্যাগপত্র জমা করেই ওই চিকিৎসক-অধ্যাপকদের একটা অংশ কাজে আসাও বন্ধ করে দিয়েছেন। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এই প্রক্রিয়া বন্ধ করতেই প্রতিটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও ডিরেক্টরের কাছে চিঠি পাঠানো হয়েছে।

গোটা রাজ্যে চিকিৎসক-অধ্যাপকদের পদত্যাগ করার হিড়িক পড়ে গিয়েছে। তবে তাঁরা কেউই নিয়ম মেনে পদত্যাগ করছেন না বলে চিকিৎসা পরিসেবা ব্যবস্থা ব্যাহত হচ্ছে। শুধু তাই নয়, ঠিকমতো ক্লাস হচ্ছে না ডাক্তারি পড়ুয়াদের। ফলে তাঁরাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই মর্মেই স্বাস্থ্য ভবনের তরফে রাজ্যের মেডিক্যাল কলেজগুলির অধ্যক্ষ ও ডিরেক্টরদের কাছে কড়া চিঠি পাঠানো হল।

স্বাস্থ্য ভবন থেকে স্বাস্থ্য-শিক্ষা পরিষেবার অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য এই চিঠি পাঠিয়েছেন। এই চিঠিতে জানানো হয়েছে, পদত্যাগ করার যে নিয়ম, পদত্যাগের সময় তা সঠিক ভাবে মানা হচ্ছে না। নিয়ম না মেনেই মেডিক্যাল কলেজের চিকিৎসক-অধ্যাপকরা পদত্যাগ করেছেন। অধ্যক্ষ ও ডিরেক্টরের পাশাপাশি তাঁরা স্বাস্থ্যভবনেও পদত্যাগপত্র জমা করছেন।

এদিকে, পদত্যাগপত্র জমা করেই ওই চিকিৎসক-অধ্যাপকদের একটা অংশ কাজে আসাও বন্ধ করে দিয়েছেন। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এই প্রক্রিয়া বন্ধ করতেই প্রতিটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও ডিরেক্টরের কাছে এই চিঠি পাঠানো হল। প্রসঙ্গত, স্বাস্থ্য দফতরের দায়িত্বে রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। তাই চিকিৎসক-অধ্যাপকদের পদত্যাগের হিড়িক অন্য মাত্রা পেয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ।

চিকিৎসক অধ্যাপকদের উদ্দেশ্যে ওই চিঠিতে আরও জানানো হয়েছে, সরকারি সেবামূলক জীবিকা থেকে সঠিক নিয়ম মেনেই পদত্যাগ করতে হবে। পদত্যাগপত্রকে মান্যতা না দেওয়া পর্যন্ত তাঁদের কাজ করে যেতে হবে বলেও এই চিঠিতে জানানো হয়েছে। কিন্তু চিকিৎসক-অধ্যাপকরা যদি সঠিক নিয়ম না মানেন, পদত্যাগপত্র জমা করেই অনুপস্থিত হন, সেক্ষেত্রে তাঁদের শো-কজ করা হতে পারে। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি এই চিঠিতে পদত্যাগের সঠিক নিয়মগুলিও উল্লেখ করা হয়েছে। এখন দেখার, এই নিয়ম মেনে ইতিমধ্যেই পদত্যাগ করা চিকিৎসক-অধ্যাপকরা কাজে ফেরেন কি না।

WB: চিকিৎসক-অধ্যাপকদের পদত্যাগে হিড়িক, নিয়ম না মেনে পদত্যাগের অভিযোগ, কড়া চিঠি রাজ্যের
বদলির আবেদন করেও সুরাহা হয়নি, ফেসবুকে পোস্ট করে আত্মঘাতী সরকারি চিকিৎসক

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in