Covid Update India: দেড় লাখের দোরগোড়ায় দেশে দৈনিক সংক্রমণ - শীর্ষে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লি

২৪ ঘন্টায় দেশে মারা গেছেন ২৮৫ জন করোনা রোগী। এই নিয়ে কোভিডে মোট মৃত ৪,৮৩,৬৪ জনের। দেশে এখন মোট সক্রিয় কেস ৪,৭২,১৬৯, যা গতকালের চেয়ে ১ লক্ষ বেশি। ২৪ ঘণ্টায় দেশে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৬৪ জন।
দেড় লাখের দোরগোড়ায় দেশে দৈনিক সংক্রমণ
দেড় লাখের দোরগোড়ায় দেশে দৈনিক সংক্রমণফাইল ছবি সংগৃহীত
Published on

দেড় লাখের দোরগোড়ায় পৌঁছে গেল দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে অ‍্যাক্টিভ কেস বাড়লো ১ লাখের বেশি। দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, এরপরই রয়েছে পশ্চিমবঙ্গ।

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ১,৪১,৯৮৬ জন, গতকাল আক্রান্ত হয়েছিলেন ১,১৭,১০০ জন। আজকের পরিসংখ্যান নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৫৩ লক্ষ ৬৮ হাজার ৩৭২। ২৪ ঘন্টায় দেশে মারা গেছেন ২৮৫ জন করোনা রোগী। এই নিয়ে দেশে কোভিডে মোট মৃত ৪ লক্ষ ৮৩ হাজার ৪৬৪ জনের।

দেশে এখন মোট সক্রিয় কেস ৪,৭২,১৬৯, যা গতকালের চেয়ে ১ লক্ষ বেশি। একদিনে সুস্থ হয়েছেন ৪০,৮৯৫ জন রোগী। মোট সুস্থ ৩ কোটি ৪৪ লক্ষ ১২ হাজার ৭৪০।

২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৯২৫ জন। এরপর রয়েছে পশ্চিমবঙ্গ (১৮,২১৩) এবং দিল্লি (১৭,৩৩৫)। প্রত‍্যেক রাজ‍্যেই সংক্রমণ ও অ‍্যাক্টিভ কেসের সংখ্যা ঊর্ধ্বমুখী।

২৪ ঘণ্টায় দেশে ওমিক্রন ভ‍্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৬৪ জন। এই নিয়ে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭১। এর‌ মধ্যে সুস্থ হয়েছেন ১,২০৩।

দেশে এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে ১৫০ কোটি ৬১ লক্ষ ৯২ হাজার ৯০৩ জনের। শেষ ২৪ ঘন্টায় টিকাকরণ হয়েছে ৯০ লক্ষ ৫৯ হাজার ৩৬০ জনের।

দেড় লাখের দোরগোড়ায় দেশে দৈনিক সংক্রমণ
WHO: বৈষম্যের অবসান ঘটাতে পারলে ২০২২-এই মহামারী পরাস্ত হবে - হু প্রধান

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in