Covid Update: একদিনে দেশে আক্রান্ত প্রায় সাড়ে ৩ লাখ, মৃত ৭০৩, দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে কেরল

২৪ ঘন্টায় কর্ণাটকে করোনা আক্রান্ত হয়েছেন ৪৭,৭৫৪ জন। এরপর রয়েছে কেরল (৪৬,৩৬৯), মহারাষ্ট্র (৪৫,৯৩২), তামিলনাড়ু (২৮,৫৬১), গুজরাট (২৪,৪৮৫), উত্তরপ্রদেশ (১৮,৪২৯)।
একদিনে দেশে আক্রান্ত প্রায় সাড়ে ৩ লাখ, মৃত ৭০৩
একদিনে দেশে আক্রান্ত প্রায় সাড়ে ৩ লাখ, মৃত ৭০৩ফাইল ছবি

বাড়তে বাড়তে সাড়ে তিন লাখ ছুঁতে চললো দেশে দৈনিক করোনা সংক্রমণ। দৈনিক মৃত্যুসংখ‍্যাও সাতশো ছাড়িয়েছে। পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ১৭.৯৪ শতাংশ। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা মোট ৯,৬৯২।

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩,৪৭,২৫৪ জন, গতকাল আক্রান্ত হয়েছিলেন ৩,১৭,৫৩২ জন। আজকের পরিসংখ্যান নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৮৫ লক্ষ ৬৬ হাজার ২৭।

২৪ ঘন্টায় দেশে মারা গেছেন ৭০৩ জন করোনা রোগী। গতকাল এই সংখ্যা ছিল ৪৯১। এই নিয়ে দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৮ হাজার ৩৯৬।

দেশে এখন মোট সক্রিয় কেস ২০ লক্ষ ১৮‌ হাজার ৮২৫, যা গতকালের চেয়ে ৯৪ হাজার বেশি। একদিনে সুস্থ হয়েছেন ২,৫১,৭৭৭ জন রোগী।

২৪ ঘন্টায় কর্ণাটকে করোনা আক্রান্ত হয়েছেন ৪৭,৭৫৪ জন। এরপর রয়েছে কেরল (৪৬,৩৬৯), মহারাষ্ট্র (৪৫,৯৩২), তামিলনাড়ু (২৮,৫৬১), গুজরাট (২৪,৪৮৫), উত্তরপ্রদেশ (১৮,৪২৯)।

২৪ ঘণ্টায় কেরলে মৃত্যু হয়েছে ৩৪১ জনের। দিল্লিতে ৪৩, তামিলনাড়ুতে ৩৯, মহারাষ্ট্রে ৩৭, পশ্চিমবঙ্গে ৩৭, পাঞ্জাবে ৩৬, কর্ণাটকে ২৯ জনের মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায়।

দেশে এখনও পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও প্রিকশনারি ডোজ মিলিয়ে মোট টিকাকরণ হয়েছে ১৬০ কোটি ৪৩ লক্ষ ৭০ হাজার ৪৮৪ জনের। শেষ ২৪ ঘন্টায় টিকাকরণ হয়েছে ৭০ লক্ষ ৪৯ হাজার ৭৭৯ জনের।

একদিনে দেশে আক্রান্ত প্রায় সাড়ে ৩ লাখ, মৃত ৭০৩
Central Vista: নতুন সংসদ ভবন প্রকল্পে খরচ বাড়ছে আরও ২৯%, মোট ব্যয় ১২৫০ কোটির বেশি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in