Covid-19: ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ! জেনে নিন বিগত ১০ দিনে সংক্রমিত ও হাসপাতালে ভর্তির পরিসংখ্যান

পরিসংখ্যানের বিচারে বিগত ১০ দিনে করোনা সংক্রমিত রোগীর হাসপাতালে ভর্তির সংখ্যাও প্রায় সাড়ে তিনগুণ বৃদ্ধি পেয়েছে।
করোনার দৈনিক পজিটিভ রেট ঊর্ধ্বমুখী
করোনার দৈনিক পজিটিভ রেট ঊর্ধ্বমুখীপ্রতীকী ছবি সংগৃহীত

পশ্চিমবঙ্গে, করোনা সংক্রমণের হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যদিও বেশিরভাগ আক্রান্তেরই উপসর্গহীন অথবা থাকলেও মৃদু। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতেই, বেড়ে চলেছে অসুস্থের সংখ্যাও। ফলে করোনা সংক্রমিত হয়ে হাসপাতালে রোগীর ভর্তির সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। গত ১০ দিনে রাজ্যে কোভিড পজিটিভ ব্যক্তির সংখ্যা বেড়েছে কয়েক গুণ।

করোনার দৈনিক পজিটিভ রেট ঊর্ধ্বমুখী। ক্রমেই বাড়ছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও। যা যথেষ্ট উদ্বেগের খবর বলেই মত চিকিৎসক মহলের দাবী। গত কয়েক মাসে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় করোনা চিকিৎসার সরকারি পরিষেবা অনেকটাই হালকা করা হয়েছিল। বিধিনিষেধ নিয়েও যথেষ্ট ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু আবার নতুন করে সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় স্বাস্থ্য পরিষেবার উপর চাপ পড়তে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য ভবন।

উল্লেখ্য, পরিসংখ্যানের বিচারে বিগত ১০ দিনে করোনা সংক্রমিত রোগীর হাসপাতালে ভর্তির সংখ্যাও প্রায় সাড়ে তিনগুণ বৃদ্ধি পেয়েছে। প্রসঙ্গত, প্রতিদিন যত জন রোগীর করোনা পরীক্ষা করা হচ্ছে এবং তারমধ্যে প্রতি ১০০ জনে যত জন রোগীর কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ আসছে, তাকেই পজিটিভিটি রেট বা সংক্রমণের হার বলা হয়ে থাকে। সেই নিরিখে বিগত ১০ দিনে রাজ্যে যে হারে করোনা পজিটিভিটি রেট ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে তা একটি তালিকার মাধ্যমে নিচে প্রকাশ করা হল।

পশ্চিমবঙ্গে বিগত ১০ দিনে কোভিড সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ও কোভিড পজিটিভিটির হার :

নিজস্ব চিত্র

এই পরিস্থিতিতে, করোনায় গুরুতর অসুস্থতা হলে কি করা উচিত? নতুন উপসর্গ কি? কোন পরিস্থিতিতে রোগীকে হাসপাতালে ভর্তি হতে হবে? তা নিয়ে নয়া নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর।

করোনার দৈনিক পজিটিভ রেট ঊর্ধ্বমুখী
Covid-19: বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা! নির্দেশিকা জারি রাজ্য সরকারের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in