Covid-19: শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত ৩,০১৬; একলাফে ৪০ শতাংশ বেড়েছে দৈনিক সংক্রমণ

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, শেষ ২৪ ঘন্টায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩,৫০৯ জন। আর সুস্থ হয়ে উঠেছে ১৩৯৬ জন।
Covid-19: শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত ৩,০১৬; একলাফে ৪০ শতাংশ বেড়েছে দৈনিক সংক্রমণ
প্রতীকী ছবি

দেশে শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩,০১৬ জন। একলাফে ৪০ শতাংশ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্যে একথা জানানো হয়েছে। সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় দিল্লি সরকারের তরফ থেকে জুরুরি বৈঠকও ডাকা হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, দেশে দৈনিক পজিটিভিটি রেট ২.৭ শতাংশ এবং সাপ্তাহিক পজিটিভিটি রেট ১.৭১ শতাংশ। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩,৫০৯ জন। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৩৯৬ জন।

ক্রমশ করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দিল্লি সরকার জরুরি বৈঠকের ডাক দিয়েছে। দিলি সরকারের রিপোর্ট অনুযায়ী, রাজধানীতে শেষ ২৪ ঘন্টায় নতুন করে ৩০০ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার আক্রান্ত হয়েছিল ২১৪ জন। ২ জনের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে।

দিল্লিতে পজিটিভিটি রেট বৃদ্ধি পেয়ে হয়েছে ১৩.৭৯ শতাংশ। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৮০৬ জন। যার মধ্যে ৪৫২ জন হোম আইসোলেশনে রয়েছেন। ১৬৩ জন সুস্থ হয়ে উঠেছেন। এখনও পর্যন্ত রাজধানীতে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৯,৮২,০২৯ জন। এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৬,৫২৬ জনের।

আর টি পিসিআর (১৪৯০) এবং র‍্যাপিড অ্যান্টিজেন (৬৭০) পরীক্ষা মিলিয়ে মোট ২১৬০টি পরীক্ষা করা হয়েছে শেষ ২৪ ঘন্টায়। এখনও পর্যন্ত দিল্লিতে পরীক্ষা হয়েছে ৪ কোটি ৭ লক্ষ ৮৫ হাজার ৪৩৩টি। নতুন করে মোট ১৪১টি ভ্যাকসিন দেওয়া হয়েছে। যার মধ্যে ২৭টি প্রথম ডোজ, ৩৪টি দ্বিতীয় ডোজ এবং ৮০টি প্রিকশন ডোজ রয়েছে। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ৭৪ লক্ষ ৪ হাজার ৬৩৬ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

Covid-19: শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত ৩,০১৬; একলাফে ৪০ শতাংশ বেড়েছে দৈনিক সংক্রমণ
জাতীয় সঙ্গীত অবমাননা মামলা: মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড় দিতে নারাজ বম্বে হাইকোর্ট

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in