

চলতি বছরের জুন মাসে আবার আশঙ্কা কোভিডের। আগামী ১৯মে বুধবার নবান্নে রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে মিটিং ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের কোভিড ঢেউ রুখতে সরকার তরফে কী ব্যবস্থা নেওয়া হবে তার আলোচনার জন্যই বুধবারের এই জরুরি তলব।
সূত্রের খবর, কোভিডের এই ঢেউ কিভাবে প্রভাব বিস্তার করবে, তার গতিবিধি কীরূপ হতে পারে? সেই বিষয়ে আগাম সতর্কতার জন্যই এই বৈঠক। বৈঠকটি হবে স্বাস্থ্য ভবনে হবার কথা। সিদ্ধার্থ নিয়োগী, রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তা। তিনি সদ্য এই পদে দায়িত্ব নিয়েই ১৯শে মে’র বৈঠকটি ডেকেছেন, সেখানে কলকাতা ও জেলার স্বাস্থ্যকর্তারা এবং মেডিক্যাল স্টোরের কর্তারাও থাকবেন।
গতবছর ডিসেম্বরে ওমিক্রন ভাইরাস সংক্রমিত হয়েছিল। তারপর রাজ্যে আতঙ্ক ছড়িয়েছিল। সেই অবস্থার পুনরাবৃত্তি যাতে না হয় তাই আগে থেকেই এই জরুরী তলব মুখ্যমন্ত্রীর। জুন মাসে কোভিডের ঢেউ আবার আছড়ে পড়তে পারে বলে অনুমান স্বাস্থ্য দপ্তরের। কারণ গত শুক্রবার, জোকা আই আই এমের ২৮ জন ছাত্রের শরীরে করোনা সংক্রমণ দেখা গিয়েছে। তারা প্রত্যেকেই চিকিৎসাধীন। তাদের সংস্পর্শে যারা এসেছিল (প্রায় ৫৮ জন) তাদের টেস্ট করা শুরু হয়েছে। এমনটাই স্বাস্থ্যভবন সূত্রে খবর।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন