পতঞ্জলির ৫টি ওষুধের উৎপাদন বন্ধ করল BJP শাসিত উত্তরাখন্ড সরকার

এই ওষুধগুলোর মধ্যে রয়েছে ব্লাড প্রেসার, ডায়াবেটিস, গলগণ্ড, গ্লুকোমা এবং অতিমাত্রায় কোলেস্টেরলের ওষুধ। বিভ্রান্তিকর বিজ্ঞাপনের কারণে রাজ্যে এই পাঁচটি ওষুধের উৎপাদন বন্ধ করতে নির্দেশ দিয়েছে সরকার।
রামদেব
রামদেবফাইল ছবি
Published on

যোগগুরু রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদ কোম্পানির তৈরি ৫টি ওষুধকে বাতিল ঘোষণা করলো উত্তরাখণ্ড সরকার। এই ওষুধগুলোর মধ্যে রয়েছে ব্লাড প্রেসার, ডায়াবেটিস, গলগণ্ড, গ্লুকোমা এবং অতিমাত্রায় কোলেস্টেরলের ওষুধ। বিভ্রান্তিকর বিজ্ঞাপনের কারণে রাজ্যে এই পাঁচটি ওষুধের উৎপাদন বন্ধ করতে নির্দেশ দিয়েছে সরকার।

বুধবার উত্তরাখণ্ডের আয়ুর্বেদ এবং ইউনানী লাইসেন্সিং অথরিটি (Ayurveda and Unani Licensing Authority) পতঞ্জলির অধীনে থাকা ওষুধ প্রস্তুতকারী কোম্পানি দিভ্যা ফার্মেসিকে মুধুগ্রিট (Madhugrit), আইগ্রিট (Eyegrit), থাইরোগ্রিট (Thyrogrit), বিপিগ্রিট (BPgrit) এবং লিপিডোম (Lipidom) ওষুধগুলোর উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছে।

চলতি বছরের জুলাই মাসে কেরালার চক্ষুরোগ বিশেষজ্ঞ কে ভি বাবু পতঞ্জলির তৈরি এই পাঁচটি ওষুধের বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের করেন। ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট, ১৯৪০ এবং ম্যাজিক রেমেডিস, ১৯৫৪ আইন লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করেন তিনি। এই আইনে রক্তচাপ, গ্লুকোমা, ডায়াবেটিস, লিভার প্রবলেম, হৃদরোগ, গলগণ্ড সহ নির্দিষ্ট কিছু রোগের প্রতিরোধ বা নিরাময়ের বিজ্ঞাপনের ওপর নিষেধাজ্ঞা জারির উল্লেখ রয়েছে।

বাবুর দায়ের করা অভিযোগের পর দীর্ঘ কয়েকমাস কেটে গেলেও কোনও ব্যবস্থা নেয়নি সরকার। এরপর গত ১১ অক্টোবর ফের পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে স্টেট লাইসেন্সিং অথরিটিকে মেইল করেন তিনি। এরপরই ব্যবস্থা নেই কর্তৃপক্ষ। উৎপাদন বন্ধের নোটিশ দেয় অথরিটি। পাঁচটি ওষুধের নতুন করে অনুমোদন পাওয়ার জন্য পতঞ্জলিকে সংশোধিত ফর্মুলেশন শীট এবং লেবেল জমা দেওয়ার নির্দেশ দিয়েছে উত্তরাখণ্ড সরকার।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সংস্থাটি সংশোধিত ইন্ডিকেশনগুলি জমা দেওয়ার পর তা খতিয়ে দেখা হবে। সঠিক মনে হলে তবেই আবার উৎপাদন শুরু করার অনুমতি দেওয়া হবে।

এই বিষয়ে এখনও পর্যন্ত দিভ্যা ফার্মেসি, পতঞ্জলি বা রামদেবের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

রামদেব
'BJP ক্ষমতায় এলে ৪০ টাকায় পেট্রোল' - পুরনো মন্তব্য নিয়ে প্রশ্নে ক্ষিপ্ত রামদেব, সাংবাদিককে হুমকি
রামদেব
অ‍্যালোপ‍্যাথি মন্তব্যের জেরে দেশ জুড়ে FIR - স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ রামদেব

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in