Covid-19: দেশে ৬ মাস পর ফের দৈনিক করোনা সংক্রমণ ৬০০০-র গণ্ডি টপকালো, জরুরি বৈঠক কেন্দ্রের

গতকাল যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫৩৩৫ জন সেখানে আজকে দৈনিক সংক্রমণের সংখ্যা হয়েছে ৬০৫০ জন। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীফাইল ছবি সংগৃহীত
Published on

দেশে ধীরে ধীরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। যার জেরে শুক্রবার অর্থাৎ আজ রাজ্যগুলির সাথে জরুরি বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া। করোনা মোকাবিলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আলোচনা হয়েছে বৈঠকে।

বৃহস্পতিবারের থেকে শুক্রবারে দেশে করোনা সংক্রমণের হার বেড়েছে ১৩ শতাংশ। গতকাল যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫৩৩৫ জন সেখানে আজকে দৈনিক সংক্রমণের সংখ্যা হয়েছে ৬০৫০ জন। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। মহারাষ্ট্রে ৩ জন, কর্ণাটক ও রাজস্থানে ২ জন করে, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, জম্মু ও কাশ্মীর, কেরালা এবং গুজরাটে ১ জন করে প্রাণ হারিয়েছেন। দেশে মোট করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৯৪৩ জনের।

গত বছরের সেপ্টেম্বর মাসের পর থেকে এতটা বৃদ্ধি পায়নি করোনা। কিন্তু ফের হঠাৎ করে কী কারণে বৃদ্ধি পেয়েছে তার জন্য শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির সাথে জরুরি বৈঠক করেন। কোন রাজ্যের পরিস্থিতি কেমন তা খতিয়ে দেখেন তিনি। প্রত্যেক রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের হাসপাতাল পরিদর্শনের নির্দেশ দেন। দ্রুত হটস্পটগুলি চিহ্নিত করার কথাও তিনি বলেন। করোনা পরীক্ষার ওপরও জোর দিতে বলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

উল্লেখ্য, শেষ ২৪ ঘন্টায় দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ২১৬ জন। শীর্ষে মহারাষ্ট্র। ৮০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ভারতে বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২৫ হাজার ৫৮৭ জন। গত ২৪ ঘন্টায় ১৯৯৩টি ভ্যাকসিন দেওয়া হয়েছে। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। ২৮২৬ জন শেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন, ভারতে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৪১ লক্ষ ৮২ হাজার ৫৩৮ জন। ১ লক্ষ ৬০ হাজার ৭৪২টি টেস্ট হয়েছে গত ২৪ ঘন্টায়।

ছবি প্রতীকী
বিশ্বজুড়ে ব্যাঙ্কিং ব্যবস্থা আরও সঙ্কটের দিকে যাচ্ছে, আশঙ্কা প্রকাশ অর্থনীতিবিদ রঘুরাম রাজনের
ছবি প্রতীকী
Bangladesh: অত্যাবশ্যকীয় পরিষেবা খাতে ধর্মঘট নিষিদ্ধ ও জেল–জরিমানা করার ক্ষমতা রেখে সংসদে বিল পেশ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in