Cholera: ফের কলেরা আক্রান্তের সন্ধান কলকাতায়, পানীয় জল পরীক্ষার কাজ শুরু পুরসভার

People's Reporter: প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই শিশুর বাড়ি বেহালার পর্ণশ্রী এলাকায়। জ্বর, বমি, পেট ব্যথার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়।
Cholera: ফের কলেরা আক্রান্তের সন্ধান কলকাতায়, পানীয় জল পরীক্ষার কাজ শুরু পুরসভার
প্রতীকী ছবি
Published on

চলতি মরশুমে কলেরা আক্রান্ত দ্বিতীয় রোগীর খোঁজ মিলল কলকাতায়। কলেরা উপসর্গ নিয়ে বাইপাসের ধারের একটি হাসপাতালে ভর্তি বছর চারেকের শিশুকন্যা। এরপরই তৎপর হল কলকাতা পুরসভা। শহরের যে সব জায়গায় জমা জলের সমস্যা দেখা দিয়েছে, সেই সব এলাকার পানীয় জল পরীক্ষা শুরু করেছে পুরসভা। এমনটা জানিয়েছেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ।

সোমবার কলকাতায় দ্বিতীয় কলেরা আক্রান্তের খোঁজ মিলেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই শিশুর বাড়ি বেহালার পর্ণশ্রী এলাকায়। জ্বর, বমি, পেট ব্যথার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিকভাবে ডায়েরিয়া সন্দেহ করা হলেও, নানা রকম শারীরিক পরীক্ষার পর জানা যায় কলেরা হয়েছে শিশুর। হাসপাতাল সূত্রে খবর, প্রয়োজনীয় মেডিক্যাল প্রটোকল মেনেই ওই শিশুর চিকিৎসা চলছে। তবে কিভাবে ওই শিশুর শরীরে কলেরার উপসর্গ ঢুকল, তা এখনও স্পষ্ট নয়।

এর আগে গত ৭ জুলাই বমি, পেটে ব্যথার মত একাধিক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল কলকাতা পুরসভার ৬৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পিকনিক গার্ডেন রোডের এক যুবক। বাইপাসের ধারের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা হয়। কলেরা মূলত জলবাহিত রোগ। সংক্রমণও বটে। তাই কলকাতায় ফের কলেরা আক্রান্তের খোঁজ মেলায় তৈরি হয়েছে আতঙ্ক।

সোমবার দ্বিতীয় ঘটনা প্রকাশ্যে আসার পরেই তৎপর হয়েছে কলকাতা পুরসভা। বেশ কয়েকটি জায়গায় জমা জলের পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভা জানিয়েছে, গত কয়েক সপ্তাহের প্রবল বর্ষণের ফলে বেশ কিছু এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। তাই আগাম সতর্কতা হিসেবেই সেই সব এলাকার পানীয় জল পরীক্ষা করা হবে।

অতীন ঘোষ বলেন, “শহরে কলেরায় আক্রান্ত হওয়ার কথা জানার পর থেকেই সজাগ রয়েছি। যে সব এলাকায় বৃষ্টির কারণে জল জমার সমস্যা দেখা দিয়েছিল, সেই সব এলাকার পানীয় জল পরীক্ষা করে দেখা হচ্ছে তাতে কলেরার জীবাণু রয়েছে কি না”। তবে পুরসভার একটি সূত্র জানাচ্ছে, এখনও পর্যন্ত কলকাতার পানীয় জলে কোনও সমস্যা নেই।

Cholera: ফের কলেরা আক্রান্তের সন্ধান কলকাতায়, পানীয় জল পরীক্ষার কাজ শুরু পুরসভার
Durga Puja Grant: দুর্গাপুজোর অনুদান নিয়ে মামলা দায়ের হাইকোর্টে! রাজ্যের অনুদানে 'না' দুই ক্লাবের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in