
মৃত্যুর ৯ দিন পর সঙ্গীতশিল্পী জুবিন গর্গ-র পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হল। রাজ্য সিআইডি-র কাছে করা আবেদনে সিঙ্গাপুরে জলে ডুবে সঙ্গীতশিল্পীর মৃত্যুর ঘটনার তদন্ত দাবি করা হয়েছে।
প্রয়াত সঙ্গীতশিল্পীর কাকা মনোজ কুমার বোরাঠাকুর সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, তাঁদের পরিবারের পক্ষ থেকে সিআইডি-র কাছে জুবিনের মৃত্যুর ঘটনার তদন্তের দাবি করা হয়েছে।
এই আবেদনে স্বাক্ষর করেছেন জুবিন গর্গের স্ত্রী গরিমা এবং জুবিনের বোন পালমে বোরাঠাকুর।
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় জুবিন গর্গ-এর। তিনি নর্থ ইস্ট ফেস্টিভ্যালের জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। ২০ ও ২১ তারিখ তাঁর সেখানে অনুষ্ঠান করার কথা ছিল। যদিও অনুষ্ঠানের আগেই জলে ডুবে তাঁর মৃত্যু হয়।
জুবিনের পরিবারের পক্ষ থেকে করা আবেদন প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, জুবিন গর্গের পরিবারের পক্ষ থেকে এক অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা সেই অভিযোগ খতিয়ে দেখছি।
তিনি আরও জানিয়েছেন, ইতিমধ্যেই স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তদন্তের কাজ শুরু করেছে। কীভাবে সঙ্গীতশিল্পীর মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে। এই তদন্তের সঙ্গেই পরিবারের অভিযোগকেও যুক্ত করা হবে।
প্রসঙ্গত, জুবিন গর্গের মৃত্যুর পর কোনও কোনও মহল থেকে আঙুল তোলা হয়েছে তাঁর আপ্ত সহায়ক সিদ্ধার্থ শর্মা এবং জুবিন ঘনিষ্ঠ শ্যামকানু মহন্তের দিকে। তাঁদের বক্তব্য, জুবিন গর্গের শারীরিক অসুস্থতার কথা জানা সত্ত্বেও তাঁকে জলে নামার জন্য প্ররোচিত করেন ওই দুই ব্যক্তি।
অন্যদিকে শনিবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামবাসীর কাছে করা এক আবেদনে জানিয়েছেন, ‘জুবিনের নামে আসামকে নেপাল করে তুলবেন না।’ জুবিনের মৃত্যুর পর আসাম জুড়ে তাঁর মৃত্যুর তদন্তে সরকারের হস্তক্ষেপ চেয়ে বিক্ষোভ চরমে উঠেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন