'গুজরাট ফাইলস' নিয়ে ছবি করতে চাই, অনুমতি মিলবে তো! - প্রধানমন্ত্রীকে টুইট করে প্রশ্ন পরিচালকের

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি লেখেন, 'এই গুজরাট ফাইলস ছবিতে আপনার আসল ভূমিকা কী ছিল তুলে ধরব। যা ঘটেছিল তাই দেখাব। আপনি কি এই ছবি সবার সামনে তুলে ধরতে দেবেন!
নরেন্দ্র মোদী, বিনোদ কাপরি
নরেন্দ্র মোদী, বিনোদ কাপরিফাইল চিত্র

'গুজরাট ফাইলস' নিয়ে ছবি করতে চান। কিন্তু সেই ছবি মুক্তির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুমতি মিলবে তো? প্রধানমন্ত্রীকে টুইট করে এমনই প্রশ্ন করলেন বলিউড পরিচালক বিনোদ কাপরি। তিনি 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটির সমালোচনা করেননি। কিন্তু মোদিকে যে ঢঙে প্রশ্ন করেছেন, তার মর্মার্থ বুঝতে অসুবিধা হচ্ছে না বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

টুইটে কী লিখেছেন বিনোদ? প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি লেখেন, 'এই গুজরাট ফাইলস ছবিতে আপনার আসল ভূমিকা কী ছিল তুলে ধরব। যা ঘটেছিল তাই দেখাব। আপনি কি এই ছবি সবার সামনে তুলে ধরতে দেবেন!' তিনি আরও লিখেছেন, 'আমার এই ছবি তৈরির জন্য রাজি আছেন বেশ কয়েকজন প্রযোজক। মতামত প্রকাশের স্বাধীনতার উপর ভর করে গুজরাট ফাইলস-এরও মুক্তি পেতে অসুবিধা হবে না বলে আশা করি।'

এই মুহূর্তে দেশে সবচেয়ে বেশি যে সিনেমাটা নিয়ে আলোচনা চলছে, তা হল পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং এই ছবিটি দেখার জন্য সবাইকে উৎসাহিত করেছেন। প্রত্যেক বিজেপি শাসিত রাজ্যে এই ছবিটিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে, যাতে বেশি সংখ্যক মানুষ কম দামের টিকিট কেটে ছবিটি দেখতে পারেন। পুলিশকে বিশেষ ছুটি দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে ছবিটি দেখার জন্য।

বিনোদ কাপরির ট্যুইট
বিনোদ কাপরির ট্যুইট

তবে প্রশংসা চিত্রটা কতটা ছবি বিষয়বস্তুর উপর আর কতটা রাজনৈতিক, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে চলচ্চিত্র জগৎ। সবাই যে ছবিটিকে ভালো ছবির তকমা দিয়েছে, তা নয়। বাংলার পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় বলেন, ‘আমি চাই, বিবেক এই ধরনের আরও ছবি বানান। আগামী বিষয় হোক উন্নাও বা হাথরসের ঘটনা।’ পরিচালকের মতে, ইতিহাস এই ধরনের পরিচালকদের মনে রাখে না। একই সঙ্গে তাঁর কটাক্ষ, শুধুই নেতা-মন্ত্রীরা নন, বলিউডের প্রথম সারির তারকারাও প্রচারে শামিল। কারণ, তাঁদেরও টিকে থাকতে হবে। তাঁর প্রশ্ন, অতীত টেনে, ইতিহাস বিকৃত করে (অনেকের দাবি), সামাজিক বিদ্বেষের আবহে এই ছবি তৈরির আসল কারণ রাজনীতি নয়তো?

ছবির মুক্তির পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির সদস্যরা। ছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী, অভিনেত্রী পল্লবী যোশী ও প্রযোজক আগরওয়াল। মোদির সঙ্গে সাক্ষাতের ছবি পোস্টও করেছিলেন অভিনেতা অভিষেক। ক্যাপশনে লেখেন, 'মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ পাওয়া সৌভাগ্যের। এই সাক্ষাৎ আরও বিশেষ হল কারণ, তিনি দ্য কাশ্মীর ফাইলসকে প্রশংসায় ভরিয়ে দিলেন। এর চেয়ে গর্বের আর কিছু হতে পারে না। ধন্যবাদ মোদিজি।'

নরেন্দ্র মোদী, বিনোদ কাপরি
'কাশ্মীর ফাইলস'-এ যাঁরা ছিন্নমূল হওয়ার যন্ত্রনা দেখেছেন, তাঁরা নিশ্চয় NRC বা CAA-র বিরোধিতা করবেন

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in