গাড়ি থামিয়ে 'ঘুষ' চেয়েছে কলকাতা পুলিশ! হেনস্থার অভিযোগ ওস্তাদ রশিদ খানের পরিবারের

ট্রাফিক সিগন্যালে গাড়ি থামিয়ে ২ হাজার টাকা ঘুষ চেয়েছে কলকাতা পুলিশ। এমনই বিষ্ফোরক অভিযোগ ওস্তাদ রশিদ খানের পরিবারের।
ওস্তাদ রশিদ খান
ওস্তাদ রশিদ খানফাইল চিত্র - সংগৃহীত

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত বিখ্যাত গায়ক ওস্তাদ রশিদ খানের স্ত্রী জয়িতা বসু খান বৃহস্পতিবার কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছেন। অভিযোগ, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের একটি ট্রাফিক সিগন্যালের ক্রসিংয়ে তাঁদের গাড়ি থামায় কলকাতা পুলিশ। সেই সময় গাড়ির ড্রাইভার পুলিশকে ঘুষ দিতে অস্বীকার করায় হয়রানির শিকার হতে হয়েছে তাঁদের।

জয়িতা বসু খান আরও অভিযোগ করেছেন, ঘটনাস্থল থেকে পুলিশ তাঁদের গাড়িটি প্রগতি ময়দান থানায় নিয়ে গেছে এবং তাঁর স্বামী ওস্তাদ রশিদ খানকে বৃহস্পতিবার বিকেলে থানায় ডেকে পাঠিয়েছে। গাড়ি এবং চালককে থানা থেকে ছাড়িয়ে আনতে গেলে, কলকাতা পুলিশের এক কর্মকর্তা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং অশালীন ভাষা প্রয়োগ করেন। এরপর গায়ক রশিদ খান নিজেই থানায় ছুটে যান।

ট্রাফিক সিগন্যালে গাড়ি থামিয়ে ২ হাজার টাকা ঘুষ চেয়েছে পুলিশ। এমনই বিষ্ফোরক অভিযোগ করেছেন জয়িতা। তাঁর কথায়, "আমাদের ড্রাইভার এক বন্ধুকে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামিয়ে দিয়ে ফিরে আসছিল। তৎক্ষণাৎ তাঁর কাছে ২ হাজার টাকা না থাকায় তিনি তা দিতে অপারগ ছিলেন। এরপর তাঁকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মামলা দিয়ে প্রগতি ময়দান থানায় নিয়ে যাওয়া হয়।"

জয়ীতার দাবি, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। আমাদের গাড়িটিও থানায় আটক করে রাখা হয়েছে।

তবে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) মুরলি ধর শর্মার পাল্টা দাবি - মেডিকেল পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে ওস্তাদ রশিদ খানের গাড়ির চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। প্রগতি ময়দান থানায় জয়িতা বসু খানের হয়রানির বিষয়ে শর্মা জানান, এ ব্যাপারে এখনও কোনও সরকারী অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ দায়ের করার পরে বিষয়টি অবশ্যই তদন্ত করা হবে।

ওস্তাদ রশিদ খান
মাছ বিতর্কে সরব ঋত্বিক চক্রবর্তী! পরেশকে 'পারশে', রাওয়ালকে 'বাওয়াল' কটাক্ষ অভিনেতার
ওস্তাদ রশিদ খান
পরেশ রাওয়ালের বিরুদ্ধে সেলিমের করা অভিযোগের ৫ দিন পর FIR দায়ের কলকাতা পুলিশের

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in