

অভিনেত্রী স্বরা ভাস্করের বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের হল লালবাজারে। কলকাতার ওই যুবকের নাম রাজ চৌধুরী। কলকাতা পুলিশের সাইবার সেলে লিখিত অভিযোগ করেছেন তিনি। অভিযোগের লিখিত প্রতিলিপি তিনি কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রকেও পাঠান।
রাজ চৌধুরী লিখেছেন, 'হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছেন স্বরা ভাস্কর। তিনি হিন্দু ও মুসলিমদের মধ্যে ইচ্ছাকৃতভাবে ভেদাভেদ সৃষ্টি করতে চাইছেন। হিন্দুদের সন্ত্রাসবাদী তকমা দেওয়ার চেষ্টা করেছেন। শুধু তাই-ই নয়, তালিবানি সন্ত্রাসের প্রশংসা করেছেন। এই ধরনের পোস্ট সমাজে প্রভাব ফেলে। ভারতীয় এবং হিন্দু হিসেবে আমি আঘাত পেয়েছি। সুতরাং আমি স্বরা ভাস্করের বিরুদ্ধে এফআইআর করতে চাই।'
দেশে হিন্দুত্বের সন্ত্রাস চলছে। এর প্রতিবাদ করতে হবে। এরকম টুইট করে বিতর্কে জড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়। বিভিন্ন থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে।
অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি হিন্দুদের আবেগে আঘাত করেছেন। আফগানিস্তানে তালিবানি শাসনের সঙ্গে দেশে হিন্দুত্বের সন্ত্রাসের তুলনা টেনে আনেন তিনি। স্বরার বিতর্কিত টুইট ঘিরে শোরগোল পড়ে নেট দুনিয়ায়। নেটিজেনরা স্বরার বিরুদ্ধে সরব হন। তাঁকে গ্রেফতার করা নিয়ে টুইটারে ট্রেন্ডিং চলছে। হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছেন স্বরা ভাস্কর, এই মর্মে এবার কলকাতাতেও অভিযোগ দায়ের হল।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন