The Elephant Whisperers: অস্কার জয়ের ৫ মাস পরেও পারিশ্রমিক পাননি, পরিচালককে আইনি নোটিস মাহুত দম্পতির

সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ছবির পরিচালক। তিনি জানিয়েছেন, সমস্ত অভিযোগ ভিত্তিহীন। একটিও সত্যি নয়। আমাদের লক্ষ্য ছিল সাধারণ মানুষকে হস্তী সংরক্ষণ নিয়ে আরও সচেতন করে তোলা। সেই লক্ষ্যে আমরা সফল হয়েছি।
অস্কার হাতে মাহুত দম্পতি বোমান ও বেলি এবং সিনেমার দৃশ্য (ডানদিকে)
অস্কার হাতে মাহুত দম্পতি বোমান ও বেলি এবং সিনেমার দৃশ্য (ডানদিকে)ছবি সংগৃহীত

দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স - চলতি বছরের অস্কারের মঞ্চে স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে সেরা ছবির শিরোপা জিতে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল ভারতের এই ছবিটি। কিন্তু এত সাফল্যের পরও তামিলনাড়ুর যে মাহুত দম্পতির জীবনযাপনের কাহিনী নিয়ে এই তথ্যচিত্র বানান হয়েছিল, সেই বোমান ও বেলি নাকি এখনও কোনও পারিশ্রমিকই পাননি। এমনকি শুটিংয়ের সময় তাঁদের নিজের সঞ্চিত অর্থ থেকে প্রায় ১ লক্ষ টাকা ছবির পরিচালক কার্তিকি গনসালভেসের হাতে তুলে দিয়েছিলেন ওই দম্পতি। এবার সেই নিয়েই ছবির নির্মাতাদের কাছে ২ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন বোমান ও বেলি।

চলতি বছরের মার্চ মাসেই অস্কারের মঞ্চে শোরগোল ফেলে দিয়েছিল গুনীত মোঙ্গা প্রযোজিত ও কার্তিকি গনসালভেস পরিচালিত তথ্যচিত্র 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'। এই ছবির মাধ্যমে তামিলনাড়ুর মুদুমালাই অঞ্চলের বাসিন্দা মাহুত দম্পতি বোমান ও বেলি এবং তাঁদের পরিচর্যায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসা হস্তীশাবক রঘুর গল্প সারা বিশ্বের চলচ্চিত্রপ্রেমীর কাছে পৌঁছে গিয়েছিল। সেরা তথ্যচিত্রের শিরোপা নিয়ে দেশে ফিরে বোমান ও বেলির গ্রামে গিয়ে তাঁদের হাতে ওই সোনালি পুরস্কার তুলে দিয়ে সমাজমাধ্যমে ছবি দেন পরিচালক কার্তিকি। কিন্তু সেই পুরস্কার জয়ের ৫ মাস পেরিয়ে যাওয়ার পরও নাকি ওই মাহুত দম্পতিকে তাঁদের পারিশ্রমিক দেওয়া হয়নি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ওই দম্পতি জানিয়েছেন, “গত ৫ মাস ধরে বহুবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও বারবার আমাদের এড়িয়ে গিয়েছেন কার্তিকি। আমরা যখনই ওকে ফোন করেছি, তখনই উনি ‘ব্যস্ত আছি, পরে কথা বলছি’ বলে এড়িয়ে গিয়েছেন। এইভাবে দিনের পর দিন কেটে গিয়েছে।”

এদিকে ছবির শ্যুটিংয়ের সময় নাকি ওই দম্পতি নিজেদের সঞ্চিত ১ লক্ষ টাকাও কার্তিকির হাতে তুলে দিয়েছিলেন। বোমান ও বেলির মতে, ছবিতে তাঁদের বিয়ের একটি দৃশ্য দেখানো হয় যা একদিনে শ্যুট করার সিদ্ধান্ত নেন কার্তিকি। কিন্তু প্রযোজক সেই সময় টাকা জোগাড় করতে না পারায় নিজেদের সঞ্চয় করা ১ লক্ষ টাকা কার্তিকির হাতে তুলে দেন তাঁরা। সেই টাকা যত দ্রুত সম্ভব ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পারিশ্রমিকের পাশাপাশি এখনও সেই টাকাও ফেরত পাননি প্রবীণ ওই মাহুত দম্পতি বলে অভিযোগ।

যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ছবির পরিচালক। তিনি জানিয়েছেন, “আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। একটিও সত্যি নয়। এই ছবি বানানোর পিছনে আমাদের লক্ষ্য ছিল সাধারণ মানুষকে হস্তী সংরক্ষণ নিয়ে আরও সচেতন করে তোলা এবং বোমান-বেলির মতো মানুষদের সম্মান জানানো। সেই লক্ষ্যে আমরা সফল হয়েছি। মানুষ অনেক প্রভাবিত হয়েছেন। এমনকি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ৯১ জন মাহুতকে ১ লক্ষ টাকা করে অনুদানও দিয়েছিলেন। সরকারের তরফে আনামালাই টাইগার রিজার্ভে তাঁদের জন্য পরিবেশ-বান্ধব ঘর ও এলিফ্যান্ট ক্যাম্প তৈরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।”

অস্কার হাতে মাহুত দম্পতি বোমান ও বেলি এবং সিনেমার দৃশ্য (ডানদিকে)
Oscars 2023: দুই মহিলার হাত ধরে সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে প্রথম অস্কার ভারতের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in