Oscars 2023: দুই মহিলার হাত ধরে সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে প্রথম অস্কার ভারতের

৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পাওয়া ছবিটি পরিচালনা করেছেন কার্তিকি গনসালভেস, প্রযোজনা করেছেন গুনীত মোঙ্গা।
অস্কার হাতে কার্তিকি গনসালভেস (বামদিক) এবং গুনীত মোঙ্গা
অস্কার হাতে কার্তিকি গনসালভেস (বামদিক) এবং গুনীত মোঙ্গাছবি সংগৃহীত

ভারতকে অস্কার এনে দিল তামিল ছবি - ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’(The Elephant Whisperers)। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছিল ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন কার্তিকি গনসালভেস, প্রযোজনা করেছেন গুনীত মোঙ্গা। অস্কার জয়ের পর ইনস্টাগ্রামে গুনীত লিখেছেন, ‘‘এই জয় সব নারীর জন্য।’’

The Elephant Whisperers হল স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে অস্কার জেতা প্রথম ভারতীয় ছবি। এই বিভাগেআরও যে চারটি ছবি মনোনয়ন পেয়েছিল সেগুলি হলো - হলআউট (Haulout), দ্য মার্থা মিচেল ইফেক্ট (The Martha Mitchell Effect), স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট (Stranger At The Gate), এবং হাউ ড ইউ মেজার অ্যা ইয়ার? (How Do You Measure A Year?)। এর আগে ১৯৬৯ এবং ১৯৭৯ সালে দুটি ভারতীয় ছবি -The House that Ananda Builtএবং An Encounter With Faces- এই বিভাগে মনোনয়ন পেলেও অস্কার জিততে ব্যর্থ হয়েছিল।

‘The Elephant Whisperers’ রঘু নামের একটি অনাথ শিশু হাতির গল্প, যার দেখাশোনা করতেন বোম্যান এবং বেলি নামের এক আদিবাসী দম্পতি। তথ্যচিত্রটিতে হাতি এবং মানুষের মধ্যে গড়ে ওঠা অদ্ভুত এক বন্ধন দেখানো হয়েছে। পাশাপাশি তাদের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যও সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ২০২২ সালের ডিসেম্বরে Netflix-এ মুক্তি পায় The Elephant Whisperers।

The Elephant Whisperers ছাড়াও এবছর ভারতের ঝুলিতে এসেছে আরও একটি অস্কার। সেরা মৌলিক গানের বিভাগে অস্কার জিতেছে এস এস রাজামৌলী পরিচালিত ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানটি।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in