Ustad Zakir Hussain: ‘পদ্মবিভূষণ উস্তাদ গুলাম মুস্তাফা খান পুরস্কার’ পাচ্ছেন উস্তাদ জাকির হোসেন

People's Reporter: পুরষ্কার পেয়ে উচ্ছ্বসিত, জাকির হোসেন ওস্তাদ গুলাম মুস্তাফা খানকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সর্বশ্রেষ্ঠ গুরুদের একজন হিসাবে বর্ণনা করেছেন।
উস্তাদ জাকির হোসেন
উস্তাদ জাকির হোসেনফাইল ছবি, ইউটিউব থেকে সংগৃহীত

দ্বিতীয়বারের ‘পদ্মবিভূষণ উস্তাদ গুলাম মুস্তাফা খান পুরস্কার’ পাচ্ছেন প্রখ্যাত তবলাবাদক উস্তাদ জাকির হোসেন। রবিবার সংস্থার পক্ষ থেকে এক আধিকারিক একথা জানিয়েছেন। গতবছর থেকেই এই পুরস্কার দেওয়া শুরু হয়েছে। গতবছরের সম্মান প্রাপক ছিলেন প্রখ্যাত বাঁশি বাদক উস্তাদ হরিপ্রসাদ চৌরাশিয়া।

পুরষ্কার পেয়ে উচ্ছ্বসিত, জাকির হোসেন ওস্তাদ গুলাম মুস্তাফা খানকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সর্বশ্রেষ্ঠ গুরুদের একজন হিসাবে বর্ণনা করেছেন। উস্তাদ জাকির হোসেন জানান, প্রয়াত উস্তাদ খান তাঁর দীর্ঘ সঙ্গীত জীবনে সত্যিই প্রাপ্য স্বীকৃতি পাননি।

হোসেন আরও বলেন, “তাঁর প্রয়াণ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্য, খেয়াল গায়কীর অগ্রগতিতে এক বিরাট শূন্যতা সৃষ্টি করেছে। তবুও, আমি খুশি যে তাঁর ছেলে এবং নাতির মাধ্যমে তাঁর উত্তরাধিকার বেঁচে আছে। তারা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শেখাচ্ছেন, গান করছেন এবং প্রচার করছেন। আমি আশা করি রামপুর সাসওয়ান ঘরানার ঐতিহ্য অব্যাহত থাকবে।”

আগামী ১৬ এবং ১৭ জানুয়ারি মুম্বাইতে অনুষ্ঠিত এক সঙ্গীত সম্মেলনে উস্তাদ জাকির হোসেনের হাতে এই সম্মান তুলে দেওয়া হবে। উস্তাদ গুলাম মুস্তাফা খানের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই সঙ্গীত সম্মেলনের মূল উদ্যোক্তা প্রয়াত গুলাম মুস্তাফা খানের স্ত্রী আমিনা গুলাম মুস্তাফা খান।

দু’দিনের এই অনুষ্ঠানের প্রথম দিন ১৬ জানুয়ারি। এদিন থানের কে থানেঘর নাট্যগৃহে বাঁশি পরিবেশন করবেন রাকেশ চৌরাশিয়া, সেতার পরিবেশন করবেন পূর্বায়ন চ্যাটার্জি, শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করবেন পণ্ডিত ভেঙ্কটেশ কুমার।

দ্বিতীয় দিনের অনুষ্ঠানে উস্তাদ গুলাম মুস্তাফা খান-এর সুযোগ্য শিষ্য ও খ্যাতনামা সঙ্গীত শিল্পী সোনু নিগম সঙ্গীত পরিবেশন করবেন। তাঁর মিউজিক কনসার্ট-এর নাম দেওয়া হয়েছে ‘হাজরি’। সম্মুখানন্দ হলের এই অনুষ্ঠানেই পুরস্কার তুলে দেওয়া হবে উস্তাদ জাকির হোসেনের হাতে।

রামপুর শাসওয়ান ঘরনার প্রখ্যাত শিল্পী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উস্তাদ গুলাম মুস্তাফা খান হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের এক দিকপাল ছিলেন। উত্তরপ্রদেশের বাদায়ুনের এই শিল্পী পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, সঙ্গীত নাটক আকাদেমি সম্মানে ভূষিত হয়েছিলেন। ২০২১ সালের ১৭ জানুয়ারি ৯০ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

ভারতীয় সঙ্গীতজগতের বহু বিখ্যাত সঙ্গীতশিল্পীকে তিনি তালিম দিয়েছেন। যাদের মধ্যে আছেন আশা ভোঁসলে, এ আর রহমান, হরিহরণ, শান, শিল্পা রাও, তাঁর দুই ছেলে ও পৌত্র। ভারতরত্ন লতা মুঙ্গেশকর কীভাবে উস্তাদ খানের সংস্পর্শে এসেছিলেন এবং কীভাবে উস্তাদ তাঁকে সঙ্গীত জীবন সমৃদ্ধ করেছিলেন একাধিকবার সেকথা জানিয়েছেন।

প্রয়াত ওস্তাদ খানের ছেলে রব্বানী মুস্তফা খান, নিগম এবং রাকেশ চৌরাসিয়া তাদের পেশাদার গুরু এবং সঙ্গীত পরামর্শদাতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন, যাদের কাছ থেকে তারা অনেক কিছু শিখেছেন এবং তাদের নিজ নিজ ক্ষেত্রে পারদর্শী হয়েছেন।

 - with inputs from IANS

উস্তাদ জাকির হোসেন
সম্পন্ন হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায় শেষশ্রদ্ধা, উস্তাদকে সমাধিস্থ করা হবে জন্মভূমি উত্তরপ্রদেশে
উস্তাদ জাকির হোসেন
Shah Rukh Khan: ‘বর্ষসেরা ভারতীয় ২০২৩’ হলেন শাহরুখ খান

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in