সন্দেহজনক মৃত্যু! সংগীতশিল্পী বাণী জয়রামের মৃত্যুর তদন্ত শুরু করলো তামিলনাড়ু পুলিশ

পুলিশ এসে দরজা ভেঙে বাড়ির মধ্যে প্রবেশ করে দেখে শোবার ঘরের মেঝেতে বাণী দেবী পড়ে আছেন। তাঁর কপালে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর বোন উমা দেবীর কাছেও বাড়ির একটি ডুপ্লিকেট চাবি ছিল বলে জানা গেছে।
বাণী জয়রাম
বাণী জয়রামফাইল ছবি

প্রয়াত বিশিষ্ট সংগীত শিল্পী বাণী জয়রাম। ৭৮ বছর বয়সে সংগীত জগতকে বিদায় জানালেন পদ্মভূষণ সম্মানে সম্মানিত এই শিল্পী। তবে তাঁর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।

শনিবার চেন্নাইয়ের হাদৌস রোডের বাড়ি থেকে সংগীতশিল্পীর দেহ উদ্ধার করা হয়। সূত্রের খবর, শিল্পীর পরিচালিকা প্রতিদিনের মতো এদিনও কাজে এসেছিলেন। বাইরে থেকে ডেকে তিনি কোন সাড়া পাননি। কোনও উপায় খুঁজে না পেয়ে তিনি তৎক্ষণাৎ বাণী জয়রামের বোন উমাকে ফোন করেন এবং প্রতিবেশীদেরও খবর দেন। পরে প্রতিবেশীরাই পুলিশে ফোন করে বিষয়টি জানান।

পুলিশ এসে দরজা ভেঙে বাড়ির মধ্যে প্রবেশ করে। দেখা যায় শোবার ঘরের মেঝেতে বাণী দেবী পড়ে আছেন। তাঁর কপালে আঘাতের চিহ্ন রয়েছে। সন্ধ্যায় ফরেনসিক দল‌ও যায় নমুনা সংগ্রহ করতে।

তার মৃতদেহ পোস্টমর্টেমের জন্য চেন্নাইয়ের কিলপাউক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ।

২০১৮ সালে স্বামী মারা যাওয়ার পর থেকে ওই বাড়িতে একাই থাকতেন সংগীতশিল্পী। তাঁর বোন উমা দেবীর কাছেও বাড়ির একটি ডুপ্লিকেট চাবি ছিল বলে জানা গেছে।

ট্রিপলিকেনের ডিসিপি শেখর দেশমুখ আইএএনএসকে জানিয়েছেন, পুলিশ তদন্ত শুরু করেছে এবং পোস্টমর্টেম রিপোর্ট আসার পরেই আরও বিস্তারিত জানা যাবে।

 বাণী জয়রাম তামিল, তেলেগু, কন্নড়, বাংলা, ভোজপুরি, টুলু, হিন্দি, উড়িয়া ভাষাসহ মোট ১৯ টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান রেকর্ড করেছিলেন। বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। এছাড়া মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কেরালা, গুজরাট থেকে তাঁকে বিশেষ সম্মান জানানো হয়েছে।

তিনি বিখ্যাত কম্পোজার আর ডি বর্মন, কেডি মহাদেবন, এম এস বিশ্বনাথন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির সাথে কাজ করেছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে।

-With IANS Inputs

বাণী জয়রাম
সানি লিওনের ফ্যাশন শো-র কাছেই গ্রেনেড বিস্ফোরণ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in