সানি লিওনের ফ্যাশন শো-র কাছেই গ্রেনেড বিস্ফোরণ

পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে বিস্ফোরণটি হয় হ্যান্ড গ্রেনেড থেকে। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। এর সাথে জঙ্গি যোগ থাকতে পারে। তবে কোনো জঙ্গি সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
সানি লিওন
সানি লিওনছবি - সানি লিওনের ট্যুইটার হ্যান্ডেল

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইম্ফলের হাপ্তা কাংজিবুং। ওই স্থানেই রবিবার একটি ফ্যাশন শো হওয়ার কথা রয়েছে। যেখানে উপস্থিত থাকার কথা ছিল সানি লিওনের। বিস্ফোরণের জেরে বাতিল করা হয়েছে ফ্যাশন শো-টি।

ইম্ফল পূর্ব জেলার ডেপুটি কমিশনারের উদ্ধৃতি উল্লেখ করে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, "বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ফ্যাশন শোটির অনুমতি বাতিল করা হয়েছে।"

পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে বিস্ফোরণটি হয় হ্যান্ড গ্রেনেড থেকে। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। এর সাথে জঙ্গি যোগ থাকতে পারে। পোড়ামাটি থানায় এই ঘটনায় একটি মামলাও দায়ের হয়েছে। তবে কোনো জঙ্গি সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

প্রশাসন তরফ থেকে আরও বলা হয়েছে, ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে পরীক্ষার জন্য। আরও বড় কোনো নাশকতার ছক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পার্শ্ববর্তী সিসিটিভি থাকলে সেগুলিও পরীক্ষা করা হবে। ওই অঞ্চলের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে প্রশাসন থেকে। এই ঘটনায় এখনও একজনও গ্রেফতার হয়নি।

উল্লেখ্য, রবিবারের ফ্যাশন শো-র অনুষ্ঠানস্থল থেকে মাত্র ১০০ মিটার দূরে বিস্ফোরণটি ঘটে। ফ্যাশন শো'টি আলি ফ্যাশন শো হাউসের তরফ থেকে আয়োজন করা হয়েছিল। মণিপুরের তাঁত, খাদি পণ্য এবং পর্যটনের প্রচারের জন্য পরিকল্পনা করা হয়েছিল শো-টি। শো-তে শো-স্টপার হিসেবে র‍্যাম্পে হাঁটার কথা ছিল ৪১ বছরের বলিউড মডেল সানি লিওনের।

সানি লিওন
সাবধান! বিনা অনুমতিতে রজনীকান্তের নাম, ছবি ও কন্ঠস্বর ব্যবহার করলে হতে পারে জেল
সানি লিওন
Bangladesh: সন্তানের অভিভাবক হিসেবে বাবার নাম লেখার বাধ্যবাধকতা আর থাকছে না

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in